ডাক বিভাগে স্পোটর্স কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ডাক বিভাগে স্পোটর্স কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: প্রচুর পদে নিয়োগ করতে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট পদে আবেদন করতে হবে। ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ ছাড়াও সরাসরি https://tsposts.in/sportsrecruitment/Notifications এই লিঙ্কে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন। 

শূন্যপদ
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মাল্টি গার্ড ও মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। সব মিলিয়ে ৫৫ জনকে নিয়োগ করা হবে৷ স্পোর্টস কোটায় হবে এই নিয়োগ। 

 

শিক্ষাগত যোগ্যতা
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য  ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করা হতে হবে প্রার্থীদের। এছাড়াও আবেদনকারীর বেসিক কম্পিউটার জানা থাকতে হবে। কোনও স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শংসাপত্র থাকা বাঞ্ছনীয়৷ মাল্টি টাস্কিং স্টাফদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য। তবে স্থানীয় ভাষা জানা জরুরি৷ ফিল্ড থেকে অফিস, যে কোনও জায়গায় কাজ করতে হতে পারে বলে স্থানীয় ভাষা জানার বিষয়টি আলাদা করে বলা হয়েছে।

 

নির্বাচন পদ্ধতি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও খেলাধুলায় মেধার ওপর ভিত্তি করেই প্রার্থী বাছাই করবে ডাক বিভাগ।

 

আবেদন ফি
আবেদনকারীদের আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =