২২৪৫ শূন্যপদে প্রথম দফার কাউন্সেলিংয়ে ডাক কমিশনের

কলকাতা: প্রধান শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগেই প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন৷ এবার স্কুলের তালিকা প্রকাশ করল কমিশন৷ ২২৪৫ শূন্যপদে প্রথম দফার কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন ১৮৬৪ জন৷ পরে অবশিষ্ট আসনের জন্য ওয়েটিং লিস্ট থাকা প্রার্থীদের ডাকা হবে বলে জানা গিয়েছে৷ এবারের এই কাউন্সেলিংয়ে রয়েছে মাল্টি র্যাঙ্কিংয়ের ব্যবস্থা৷ প্রথম দফার কাউন্সেলিংয়ের পর পরিষ্কার হয়ে যাবে, কতজন

২২৪৫ শূন্যপদে প্রথম দফার কাউন্সেলিংয়ে ডাক কমিশনের

কলকাতা: প্রধান শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগেই প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন৷ এবার স্কুলের তালিকা প্রকাশ করল কমিশন৷ ২২৪৫ শূন্যপদে প্রথম দফার কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন ১৮৬৪ জন৷ পরে অবশিষ্ট আসনের জন্য ওয়েটিং লিস্ট থাকা প্রার্থীদের ডাকা হবে বলে জানা গিয়েছে৷ এবারের এই কাউন্সেলিংয়ে রয়েছে মাল্টি র‌্যাঙ্কিংয়ের ব্যবস্থা৷

প্রথম দফার কাউন্সেলিংয়ের পর পরিষ্কার হয়ে যাবে, কতজন শেষ পর্যন্ত চাকরি পেলেন৷ ১৮৬৪ জন যাঁর যাঁর স্কুল পেয়ে যাওয়ার পর পড়ে থাকা ৩৮১টি আসনের জন্য হবে দ্বিতীয় দফার কাউন্সেলিং৷ এসএসসি’র কেন্দ্রীয় অফিসেই প্রথম দফার কাউন্সেলিংয়ের জন্য ২২, ২৪, ২৫, ২৮ এবং ২৯ জানুয়ারি প্রার্থীদের ডাকা হয়েছে বলে বলে কমিশন সূত্রে খবর৷

মাল্টি র‌্যাঙ্কিং কী? জানা গিয়েছে, একজন পুরুষ প্রার্থী ছেলেদের স্কুলে ও কোএড স্কুলে আবেদন করতে পারেন৷ একইভাবে মহিলা প্রার্থীরা মেয়েদের স্কুলে ও কোএড স্কুলে আবেদন করতে পারেন৷ অর্থাৎ, দু’টি করে স্কুলে আবেদন করেছেন বহু শিক্ষকই৷ সেটিকেই মাল্টি র‌্যাঙ্কিং বলা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + five =