স্বাস্থ্য পরিষেবায় বিপুল নিয়োগের সম্ভাবনা, জানালেন মন্ত্রী

কলকাতা: আগামী পাঁচ বছরে, ধাপে ধাপে রাজ্যের ১০ হাজার ৩৫৭টি উপ স্বাস্থ্যকেন্দ্রকে সুস্বাস্থ্যকেন্দ্রে উন্নীত করা হবে। স্বাস্থ্যভবনে এ খবর জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের ৪৩০টি সুস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাস্থ্যভবনে। এর মধ্যে ২৬৮টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ১৬২টি উপ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এইসব সুস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পাশাপাশি প্রিভেনটিভ হেলথকেয়ার-এর নানা

স্বাস্থ্য পরিষেবায় বিপুল নিয়োগের সম্ভাবনা, জানালেন মন্ত্রী

কলকাতা: আগামী পাঁচ বছরে, ধাপে ধাপে রাজ্যের ১০ হাজার ৩৫৭টি উপ স্বাস্থ্যকেন্দ্রকে সুস্বাস্থ্যকেন্দ্রে উন্নীত করা হবে। স্বাস্থ্যভবনে এ খবর জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্যের ৪৩০টি সুস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাস্থ্যভবনে। এর মধ্যে ২৬৮টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ১৬২টি উপ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এইসব সুস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পাশাপাশি প্রিভেনটিভ হেলথকেয়ার-এর নানা পরামর্শ দেওয়া হবে। ডায়াবেটিস, প্রেশার, ক্যান্সার সহ ছোঁয়াচে নয় এমন নানা রোগের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষার ব্যবস্থাও থাকছে। প্রতিটি সুস্বাস্থ্য‌ কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কর্মরত সরকারি নার্সদের মধ্য থেকে সিএইচও নিয়োগ হবে। অনেকে ভাবতে পারেন, এতে রাজ্যে সরকারি নার্সের সংখ্যা বোধহয় কমে যাবে। তা হবে না। ইতিমধ্যেই পাঁচ হাজারের বেশি নার্স নিয়োগের আবেদন গৃহীত হয়েছে। প্রয়োজনে আমরা আরও নার্স নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =