শিক্ষক নিয়োগে প্যানেল ‘দুর্নীতি’, চূড়ান্ত বিপাকে রাজ্য

কলকাতা: শিক্ষক নিয়োগে প্যানেলের দুর্নীতির অভিযোগ তুলে প্রায় ন’বছর ধরে মামলা চলছে মামলা৷ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলার আবেদনকারীদের পেশ করা অতিরিক্ত হলফনামার উত্তর-সহ পাল্টা হলফনামা দাখিলে টালবাহানা করায় এবার পশ্চিম মেদিনীপুরে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যাকে জরিমানা করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্য লিগাল এড সার্ভিসে তাঁকে ১৭ হাজার টাকা জমা দিতে হবে। একই সঙ্গে বিচারপতি

শিক্ষক নিয়োগে প্যানেল ‘দুর্নীতি’, চূড়ান্ত বিপাকে রাজ্য

কলকাতা: শিক্ষক নিয়োগে প্যানেলের দুর্নীতির অভিযোগ তুলে প্রায় ন’বছর ধরে মামলা চলছে মামলা৷ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলার আবেদনকারীদের পেশ করা অতিরিক্ত হলফনামার উত্তর-সহ পাল্টা হলফনামা দাখিলে টালবাহানা করায় এবার পশ্চিম মেদিনীপুরে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যাকে জরিমানা করলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

রাজ্য লিগাল এড সার্ভিসে তাঁকে ১৭ হাজার টাকা জমা দিতে হবে। একই সঙ্গে বিচারপতি মান্থার নির্দেশ, কী কারণে হলফনামার উত্তর দিতে দেরি, আগামী ২ মে তাঁর আদালতে হাজির হয়ে তা জানাতে হবে ওই সংসদ-প্রধানকে৷ অভিযোগ, ২০০৯ সালে ৯০০০ শিক্ষকের একটি প্যানেল তৈরি করে পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ।

প্যানেলে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন সুমন্ত রায়-সহ বেশ কয়েক জন৷ মামলার আবেদনে অভিযোগ করা হয়, নম্বরের ভিত্তিতে মেধা-তালিকা তৈরিতে দুর্নীতি হয়েছে। এমন অনেকে পরে চাকরি পেয়েছেন, যাঁদের নাম প্যানেলে ছিল না। তফসিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ভুক্ত বলে এমন অনেকের নাম প্যানেলে ছিল, যাঁরা আদৌ ওই সব সম্প্রদায়ের নন। এই মামলার শুনানিতে মামলাকারী ও সংসদের কাছে হলফনামা চাওয়া হলেও তা নিয়ে টালবাহানার অভিযোগ ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =