কলকাতা: অস্বাস্থ্যকর পরিবেশ৷ পাশেই রয়েছে খোলা নর্দমা৷ একটু দুরের রয়েছে মশার আঁতুড়ঘর, জলাজমি৷ মাথার উপরে খোলা আকাশ৷ মাথা গোজার অবলম্বন এখন গাছের ছায়া৷ খবরের কাগজ পেতে রাজপথের এককোনে তৈরি হয়েছে বিছানা৷ পানীয় জল থেকে শুরু করে সৌচালয়, নেই রাজ্যের মধ্যেই টানা ১৫ দিন অনশন চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীরা৷ টানা ১৫ দিন ধরে এহেন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থেকে এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন দুই চাকরিপ্রার্থী৷
টানা অনশন চালাতে গিয়ে মাতৃ গর্ভেই সমাধিস্থ হয়েছে দু’মাসের ভ্রুণ৷ বুধের শিশুকে আগলে অনশন মঞ্চে হাজির বহু মহিলা চাকরিপ্রার্থী৷ বুধের শিশুকে রাজপথে ঘুম পাড়িয়ে চলছে অনশন৷ টানা অনশন চালিয়ে অসুস্থ অন্তত ৫০ চাকরিপ্রার্থী৷ নানান প্রতিকুলতার মধ্যে অনশন মঞ্চে এবার ডেঙ্গুর আক্রমণ৷ চাকরিপ্রার্থীদের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দু’জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে৷ চলছে তাঁদের চিকিৎসা৷ তবে, যতই বাধা আসুক না কেন, চাকরির দাবিতে অনশন চলবেই বলে SSC ছাত্র যুব অধিকার মঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷
SSC ছাত্র যুব অধিকার মঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হোক ভোটের ঘোষণা৷ কিন্তু, তাঁরা তাঁদের ন্যায্য দাবি থেকে সরে দাঁড়াবেন না৷ প্রয়োজনে মৃত্যুর কাছে হার স্বীকার করতে রাজি, তবুও নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অনশন থেকে উঠে যাতে নারাজ প্রার্থীরা৷
মৃত্যুকে উপেক্ষা করে টানা চাকরিপ্রার্থীরা অনশন চালিয়ে যাওয়ার পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছেন শিক্ষামন্ত্রী৷ সম্প্রতি, এসএসসি চাকরিপ্রার্থীদের একরোখা মনোভাবে রাজনীতির রঙ লেগেছে বলে আশঙ্কা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজনীতির রঙ নয়, সরকারের নজর কাড়তেই এবার অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘অনশনের পেছনে কলকাঠি নাড়ছে রাজনৈতির৷ আলোচনার পরও যদি ওরা অনশন করে, আমি কী করতে পারি বলুন৷’’