কলকাতা: শেষ হয়েছে আদালতের দেওয়া তিন মাসের চূড়ান্ত সময়সীমা৷ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে নীতি নির্ধারণের তিন মাসের সময়সীমা শেষ হলেও এখনও অবস্থান স্পষ্ট করেনি রাজ্য৷ কিন্তু, এখনও পর্যন্ত স্যাটের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা মিটানোর বিষয়ে নীতি নির্ধারণ নির্দেশিকা প্রকাশিত না হওয়ায় ক্ষোভ জমতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মচারী মহলে৷ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে এবার রাজ্যের বিরুদ্ধে অবমাননা মামলা দায়ের সরকারি কর্মচারীদের সংগঠনের৷
দীর্ঘ মামলার জট কাটিয়ে গত ২৬ জুলাই স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, রায় ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে নীতি নির্ধারণ করতে হবে৷ কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে মহার্ঘ ভাতা৷ বছরে দু’বার মহার্ঘ ভাতা দেওয়ার কথাও স্যাটের রায় উল্লেখ করা হয়েছে৷ স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ২৬ জুলাই রায় ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যে অর্থাৎ আগামী ২৫ অক্টোবরের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে নীতি নির্ধারণ করতে হবে৷ ছ’মাসের মধ্যে তা কার্যকর করতে হবে৷ এক বছরের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে অথবা ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার আগে৷ কিন্তু, স্যাটের দেওয়া তিন মাসের নীতি নির্ধারণের সময়সীমা শেষ হলেও এখনও প্রকাশ্যে আসেনি রাজ্যের কোনও সিদ্ধান্ত৷ আর তাতেই নতুন করে শুরু হয়েছে কর্মচারী অসন্তোষ৷ আদালতের দৃষ্টি আকর্ষণ করে ফের রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটে মামলা দায়ের কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজের৷
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমরা ট্রাইবুনালে আদালত অবমাননা মামলা দায়ের করেছলাম৷ মামলাটি আগামী মঙ্গলবার ২নম্বর বেঞ্চে উঠতে চলেছে৷ সরকারপক্ষ ট্রাইবুনালে রিভিউ পিটিশন দাখিল করেছে৷ আজই সম্ভবত কজ লিস্টে মামলটি উঠবে৷ তারপর জানা যাবে, কখন কোন সময় মামলাটি এজলাসে উঠবে৷’’
কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবুর আরও জানিয়েছেন, ‘‘অনেকেরই প্রশ্ন, তিন মাস অতিক্রান্ত৷ অথচ সরকার আজ কীভাবে রিভিউ পিটিশন দাখিল করল? বা করতে পারল? এই প্রশ্ন আমি আমাদের আইনজীবীর কাছেও রেখেছিলাম৷ তিনি জানিয়েছেন, পিটিশনের বিষয়বস্তু কী, তা বিচার করা কোনও পিটিশন গ্রহনকারী কর্মীর কাজ নয়৷ তবে মামলাটি যেদিন উঠবে আমরা বিচারকদ্বয়ের কাছে যুক্তি তুলে ধরব৷ এর জবাবদিহি সরকারকে করতে হবে৷ আশাকরি মামলাটি অবশ্যই খারিজ হয়ে যাবে৷’’