কলকাতা: মামলাকারী সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নতুন করে বিচার করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেননি৷ ট্রাইব্যুনালে মামলাটি ফেরত পাঠানো যুক্তিসম্মত কি না, সেই প্রশ্নে রাজ্য সরকার হাইকোর্টে কোনও বক্তব্য পেশ করার সুযোগই পায়নি৷ বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত মামলায় শুক্রবার রাজ্য সরকার মূলত এই দুটি যুক্তি খাড়া করেছে৷ কিন্তু, আইনি দৃষ্টিতে রাজ্যের এমন যুক্তি আদৌ গ্রহণযোগ্য কি না, বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ বারংবার সেই প্রশ্ন তুলেছে৷ ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি৷
ট্রাইব্যুনাল বলেছিল, মহার্ঘভাতা প্রাপ্তি সরকারি কর্মীদের অধিকার নয়। মামলাকারীদের অন্যান্য বক্তব্যকে ট্রাইব্যুনাল বিবেচনা করেনি। কিন্তু, হাইকোর্ট ২০১৮ সালের ৩১ আগস্ট জানিয়েছে, ডিএ প্রাপ্তি কর্মীদের অধিকার। সেইসঙ্গে যে দু’টি গুরুত্বপূর্ণ বিষয় ট্রাইব্যুনাল বিবেচনা করেনি কেন, তা বিচারের নির্দেশ দিয়েছে। ফলে ট্রাইব্যুনালেই বিষয়টি ফেরত পাঠানোর উপযোগী এই মামলা। বেঞ্চ এদিন এমনই অভিমত দিয়েছে। উল্লেখ্য, সেই বিষয় দু’টি হল— প্রথমত, কেন্দ্রীয় সরকারের কর্মীদের সমহারে মহার্ঘভাতা পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের দাবি ন্যায়সঙ্গত কি না। দ্বিতীয়ত, নয়াদিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইউথ হস্টেলে কর্মরত রাজ্য সরকারের কর্মীরা এখানে কর্মীদের তুলনায় বেশি মহার্ঘভাতা পান। এই বৈষম্য ন্যায়সঙ্গত কি না। সেইসূত্রে ট্রাইব্যুনালে অন্তত ৮দিন মামলার শুনানি হয়েছে। ২৪ জানুয়ারি তার পরবর্তী শুনানি।