বেকারত্বের যন্ত্রণা মেটাতে জাতীয় পতাকা হাতে চাকরি-প্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী

নয়াদিল্লি: ইউপিএসসি চাকরি প্রার্থীরা মঙ্গলবার যন্তর-মন্তরে বিক্ষোভ দেখালেন। পরীক্ষাবিধির অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে যাঁরা বিপদে পড়েছেন, তাঁদের জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় কিছু বিকল্প (কমপেনসেটরি অ্যাটেম্পট) ব্যবস্থা চালু করতে হবে। কেন্দ্রের সিভিল সার্ভিস পরীক্ষা (ইউপিএসসি)-তে বসার আর একবার সুযোগ দেওয়া হোক। এই দাবিতে ৩ জানুয়ারি মধ্যরাতে বিজেপি সভাপতি অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ দেখান একঝাঁক ছাত্র-ছাত্রী।

বেকারত্বের যন্ত্রণা মেটাতে জাতীয় পতাকা হাতে চাকরি-প্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী

নয়াদিল্লি: ইউপিএসসি চাকরি প্রার্থীরা মঙ্গলবার যন্তর-মন্তরে বিক্ষোভ দেখালেন। পরীক্ষাবিধির অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে যাঁরা বিপদে পড়েছেন, তাঁদের জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় কিছু বিকল্প (কমপেনসেটরি অ্যাটেম্পট) ব্যবস্থা চালু করতে হবে।

কেন্দ্রের সিভিল সার্ভিস পরীক্ষা (ইউপিএসসি)-তে বসার আর একবার সুযোগ দেওয়া হোক। এই দাবিতে ৩ জানুয়ারি মধ্যরাতে বিজেপি সভাপতি অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ দেখান একঝাঁক ছাত্র-ছাত্রী। পুলিশ জানিয়েছে, ৫২ জন চাকরি প্রার্থী মাঝরাতে বিক্ষোভে সামিল হন। অমিত শাহর দিল্লির বাড়ির সামনে মোমবাতি জ্বালিয়ে তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =