অনশনরত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বার্তা সৌমিত্র, মন্দাক্রান্তার

কলকাতা: বর্ধিত নয়, ন্যায্য বেতন! কেন্দ্রের নয়, যোগ্যতামান অনুসারে সঠিক বেতন চেয়ে টানা ১৩ দিন ধরে অনশন চলিয়ে যাচ্ছেন ১৮ জন শিক্ষক-শিক্ষিকা৷ টানা ১৩ অনশন চালাতে গিয়ে এবার শিক্ষকদের শরীরে দানা বাঁধল মারণ ব্যাধি৷ কিন্তু, শরীরে মারণ ব্যাধি দানা বাঁধলেও নিজেদের অবস্থানে অনড় অনশনরত প্রাথমিক শিক্ষকরা৷ এই পরিস্থিতিতে এবার প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে

অনশনরত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বার্তা সৌমিত্র, মন্দাক্রান্তার

কলকাতা: বর্ধিত নয়, ন্যায্য বেতন! কেন্দ্রের নয়, যোগ্যতামান অনুসারে সঠিক বেতন চেয়ে টানা ১৩ দিন ধরে অনশন চলিয়ে যাচ্ছেন ১৮ জন শিক্ষক-শিক্ষিকা৷ টানা ১৩ অনশন চালাতে গিয়ে এবার শিক্ষকদের শরীরে দানা বাঁধল মারণ ব্যাধি৷ কিন্তু, শরীরে মারণ ব্যাধি দানা বাঁধলেও নিজেদের অবস্থানে অনড় অনশনরত প্রাথমিক শিক্ষকরা৷ এই পরিস্থিতিতে এবার প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বার্তা পাঠালেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷

একটি ভিডিও বার্তায় সৌমিত্রবাবু অনশনকারীদের সমবেদনা জানান৷ অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চান তিনি৷ শিক্ষকদের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেন তিনি৷ গোটা বিষয়টি লজ্জাজনক বলেও মন্তব্য করেন৷ সৌমিত্রবাবুর পাশাপাশি আজ অনশন মঞ্চে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন সাহিত্যিক মন্দাক্রান্তা সেন৷ জানান, রাজ্য সরকার উৎসবের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে৷ অথচ সরকারি স্কুলের শিক্ষকদের বিষয়ে উদাসীন রাজ্য৷ অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পাশে দাঁড়ানোর বার্তাও জানান তিনি৷

এদিন নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠকে গিয়ে শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধির ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা আপনাদের বেতন কাঠামো পরিবর্তন করছি৷ আপনাদের গ্রেড-পে ৩২০০টাকা সুপারিশ করেছিলাম৷ কিন্তু, ৩৬০০টাকা গ্রেড পে করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে৷ কবে এটা চালু হবে তা আমরা জানিয়ে দেব৷ এই টাকা দেওয়ার ব্যবস্থা তো আমাদের করতে হবে৷ দেখি, কোথা থেকে তা আনা হবে তা দেখা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী চান শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা করা হোক৷’’ পে-স্কেল নিয়ে আওয়াজ উঠলেও তা এড়িয়ে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘‘দাঁড়ান নির্দেশ প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷’’ যদিও, আজ বিকেল ডট কম প্রতিবেদন প্রকাশ করে আগেই জানিয়েছিল, প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ৩৬০০ টাকা করা হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *