ESI গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের

নয়াদিল্লি: সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি ইএসআইয়ের গ্রাহকদের জন্য এবার হেলথ পাসবুক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক৷ প্রতি গ্রাহক ও ইএসআই উপভোক্তাকে একটি করে ইউনিক হেলথ আইডি নম্বর ও কিউআর কোড দেওয়া হবে৷ যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন রোগ সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হবে৷ ওই পাসবুক দেখিয়ে চিকিৎসা করাতে পারবেন গ্রাহকরা৷ ইএসআই চিকিৎসা কেন্দ্রে সেই কিউআর

ESI গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের

নয়াদিল্লি: সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি ইএসআইয়ের গ্রাহকদের জন্য এবার হেলথ পাসবুক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক৷ প্রতি গ্রাহক ও ইএসআই উপভোক্তাকে একটি করে ইউনিক হেলথ আইডি নম্বর ও কিউআর কোড দেওয়া হবে৷ যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন রোগ সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হবে৷ ওই পাসবুক দেখিয়ে চিকিৎসা করাতে পারবেন গ্রাহকরা৷

ইএসআই চিকিৎসা কেন্দ্রে সেই কিউআর কোড স্ক্যান করে মুহূর্তের মধ্যেই রোগীর ‘কেস হিস্ট্রি’ পেয়ে যাবেন চিকিৎসকেরা। কেন্দ্রীয় সরকার মনে করছে, এর ফলে ইএসআইয়ের অধীনস্ত শ্রমিক-কর্মচারী এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা যেমন আরও নির্ভুল চিকিৎসা পাবেন, তেমনই অনেক দ্রুত রোগ নির্ণয় করাও সম্ভব হবে।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগম সূত্রে জানা গিয়েছে, হেলথ পাসবুকের প্রতিটিতে সংশ্লিষ্ট গ্রাহক এবং উপভোক্তার ছবি দেওয়া থাকবে। অর্থাৎ হেলথ পাসবুকই একজন ইএসআই গ্রাহকের মূল পরিচয়পত্র হতে চলেছে। সেইসঙ্গে পাসবুকে উল্লেখ থাকবে ইউনিক হেলথ আইডি নম্বর এবং কিউআর (কুইক রেসপন্স) কোড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *