ব্যাংক অফ মহারাষ্ট্রে আবেদনের শেষ দিন ১৯ সেপ্টেম্বর

ব্যাংক অফ মহারাষ্ট্রে আবেদনের শেষ দিন ১৯ সেপ্টেম্বর

মহারাষ্ট্র: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ব্যাংক অফ মহারাষ্ট্র৷ যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনেই আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে৷ 
 

শূন্যপদের বিবরণ
এগ্রিকালচার ফিল্ড অফিসার: ১০০টি
সিকিউরিটি অফিসার: ১০টি
ল অফিসার: ১০টি
এইচ আর/পার্সোনাল অফিসার: ১০টি
আইটি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর: ৩০টি

 

আবেদনের যোগ্যতা ও বয়স:
এগ্রিকালচার ফিল্ড অফিসার

এই পদে আবেদনের জন্য এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচারাল বিজনেস ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, অ্যানিম্যান হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, কো-অপারেশন অ্যান্ড ব্যাংকিং, অ্যাগ্রো ফরেস্ট্রি, ফরেস্ট্রি, ডেয়ারি টেকনোলজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, সেরিকালচার- এর মধ্যে যেকোনও একটি বিষয়ে ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হওয়া বাঞ্ছনীয়। ২০ থেকে ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।
 

সিকিউরিটি অফিসার
যেকোনও শাখায় স্নাতক হলে এই পদে আবেদন করা যাবে। ভারতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে ৫ বছরের/ ভারতীয় নৌবাহিনী বা বায়ুসেনার সমতুল্য পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে৷ 

 

ল অফিসার 
মোট ৬০ শতাংশ নম্বর পেয়ে আইনে স্নাতক হতে হবে৷ ব্যাংকিং ল, কোম্পানি ল, লেবার ল, কনস্টিটিউশনাল ল বিষয়ে জ্ঞান থাকলে এবং প্লিডিং ও নথিপত্র ড্রাফটিংয়ের অভিজ্ঞতা-সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে এই পদে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে৷ 

 

এইচআর/পার্সোনাল অফিসার
যে কোনও শাখায় স্নাতক এবং পার্সোনাল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা এইচআর/এইচআরজিডি/সোশ্যাল ওয়ার্ক/লেবার ল বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় ৬০ শতাংশ নম্বর প্রাপ্তরা এই পদে আবেদন করতে পারবেন৷ এই পদে আবেদনের জন্য বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে৷

 

আইটি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর
৫৫ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিই/বিটেক পাশ করে থাকলে এই পদে আবেদন করা যাবে৷  ২০ থেকে ৩০ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারবেন৷

 

আবেদনের পদ্ধতি:
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা https://www.bankofmaharashtra.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদন সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য প্রার্থীদের https://www.bankofmaharashtra.in এই ওয়েবসাইটে দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =