নিয়োগ সমস্যার পেছনে রয়েছে ‘যোগ্য প্রার্থী’র অভাব, রিপোর্ট পেশ SSC-র

কলকাতা: ‘যোগ্য প্রার্থী’ না মেলায় ফাঁকা পড়ে রয়েছে বেশ কিছু শূন্যপদ৷ সোমবার ফাঁকা থাকা শূন্যপদের সংখ্যা জানিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ ও ক্লার্ক ও গ্রুপ ডি পদে ফাঁকা রয়েছে বেশ কিছু শূন্যপদ৷ কমিশনের যুক্তি, ‘যোগ্য প্রার্থী’ না মেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ মঙ্গলবার এসএসসি’র কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক

নিয়োগ সমস্যার পেছনে রয়েছে ‘যোগ্য প্রার্থী’র অভাব, রিপোর্ট পেশ SSC-র

কলকাতা: ‘যোগ্য প্রার্থী’ না মেলায় ফাঁকা পড়ে রয়েছে বেশ কিছু শূন্যপদ৷ সোমবার ফাঁকা থাকা শূন্যপদের সংখ্যা জানিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ ও ক্লার্ক ও গ্রুপ ডি পদে ফাঁকা রয়েছে বেশ কিছু শূন্যপদ৷ কমিশনের যুক্তি, ‘যোগ্য প্রার্থী’ না মেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে৷

মঙ্গলবার এসএসসি’র কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার জানান, একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫,৭১১টি পদের জন্য ৪,৮৮৯ জনের সুপারিশ তালিকা আগেই ছাড়া হয়েছে৷ তবে ৮২২টি পদে কোনও যোগ্য প্রার্থী পাওয়া যায়নি৷ মাধ্যমিক স্তরে প্রথম দফায় তালিকা পাঠানো হয়েছে ৬,৫২৪ জনের। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির গোড়ায় ৬,৩৮১ জনের তালিকাও পাঠানো হবে৷ ক্লার্কের মোট শূন্যপদ ছিল ২ হাজার ৫৭টি। তার মধ্যে ২ হাজার ১৩ জনের তালিকা পাঠানো সম্ভব হয়েছে। ৪৪টি পদে যোগ্য প্রার্থী মেলেনি। গ্রুপ ডি পদেও ৩ হাজার ৯৫৫ জনের মধ্যে ৩ হাজার ৮৪৭ জন যোগ্য প্রার্থী মিলেছে। বাকি ১০৮টি পদ ফাঁকা রয়ে গিয়েছে।

এই মুহূর্তে গ্রুপ ডি এবং গ্রুপ সি’র নিয়োগ হয়েছে জেলা অনুযায়ী। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছু পদ ফাঁকা থাকার কারণ হল, নির্দিষ্ট বিষয় বা মাধ্যমে যোগ্য শিক্ষক প্রার্থী মেলেনি৷ সে কারণেই সমস্যা৷ শারীরশিক্ষায় ১,০৩৪টি এবং কর্মশিক্ষায় ১,০৯৯টি শূন্যপদের সবকটিতেই যোগ্য প্রার্থী মিলেছে। সেই তালিকা মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =