নিজের জেদেই IPS অফিসার হলেন বাস কন্ডাক্টরের মেয়ে

হিমাচল: বাসের সিটে হাত রেখে বসা অচেনা লোকটিকে বার বার হাত সরাতে বললেও শোনেননি তিনি, উলটে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, তোমার মেয়ে পুলিশ নাকি! সেই বয়সে ডিসির মানে না বুঝলেও ঠিক করে নিয়েছিলেন যে বড় হয়ে আইপিএস হবেনই। সেই শুরু৷ তারপর কঠিন লড়াইয়ে এল সাফল্য৷ হিমাচল প্রদেশের উনা জেলার খট্টাল গ্রামের বাসিন্দা শালিনীর বাবা রমেশ অগ্নিহোত্রী

82ecd7b989227a541ca1330bb3e693ea

হিমাচল: বাসের সিটে হাত রেখে বসা অচেনা লোকটিকে বার বার হাত সরাতে বললেও শোনেননি তিনি, উলটে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, তোমার মেয়ে পুলিশ নাকি! সেই বয়সে ডিসির মানে না বুঝলেও ঠিক করে নিয়েছিলেন যে বড় হয়ে আইপিএস হবেনই। সেই শুরু৷ তারপর কঠিন লড়াইয়ে এল সাফল্য৷

নিজের জেদেই IPS অফিসার হলেন বাস কন্ডাক্টরের মেয়ে

হিমাচল প্রদেশের উনা জেলার খট্টাল গ্রামের বাসিন্দা শালিনীর বাবা রমেশ অগ্নিহোত্রী সামান্য বাস কন্ডাক্টর।মা শুভলতা সংসারের দুটো বাড়তি আয়ের জন্য সেলাই করেন। সেই সংসারে কন্যাসন্তান কে পড়াশুনা করানো বাতুলতার সমান। খুব কম বয়সেই বিয়ে হয়ে যায় তাঁদের। ব্যাতিক্রমী শালিনী ছোট থেকেই পড়াশোনায় মেধাবী। তাই শত অভাবেও মেয়ের পড়াশুনো বন্ধ করেননি এই দম্পতি।

নিজের জেদেই IPS অফিসার হলেন বাস কন্ডাক্টরের মেয়েডিএভি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন ৯২% নম্বর নিয়ে। উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন ৭৭% নম্বর পেয়ে। পালামপুরের হিমাচলপ্রদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার নিয়ে স্নাতক করেন শালিনী। এরপরেই শুরু হয় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। ফ্রি ইন্টারনেট ব্যাবস্থাকে ধন্যবাদ জানিয়ে শালিনী বলেন “আমি ঘন্টার পর ঘন্টা অনলাইন থাকতাম। জানতাম, পড়তাম কিম্বা ইউপিএসসি পরীক্ষা কেমন হয় সেটাই বোঝার চেষ্টা করতাম”। ২০১১ সালে ইউপিএসসি পরীক্ষা দেন শালিনী। প্রথমবারেই বাজিমাত। স্বপ্নপূরণ করে ৬৫ তম ব্যাচের আইপিএস অফিসার হন শালিনী। বললেন, “আমার বাবাকেও যখন লোকে স্যার বলে ডাকে, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়৷”

নিজের জেদেই IPS অফিসার হলেন বাস কন্ডাক্টরের মেয়েশালিনীরা তিন ভাইবোন, তিনজনেই অভাব কে জয় করে বাবামায়ের মুখোজ্জ্বল করেছেন। দিদি দন্ত চিকিৎসক, ভাই ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যানতসকার শালিনী আইপিএস অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *