আজ বিকেল: চেয়ারম্যান পদের জটিলতা মিটতেই শিক্ষক নিয়োগের কাজে গতি বাড়াতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ নবম-দশম শ্রেণির ৩০০ শূন্যপদে বিভ্রাট দেখা দিলেও উচ্চ প্রাথমিকের নিয়োগের ফাইল খুলতে চলেছে কমিশেন৷ জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশকিছু ত্রুটি যতদ্রুত সম্ভব কাটিয়ে উঠে উচ্চ প্রাথমিকের প্রথম দফায় ভেরিফিকেশন পর্ব চালুর হতে চলেছে৷ সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই সুখবর দিতে পারে কমিশন৷
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে প্রথম দফায় ভেরিফিকেশন চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ২৮-২৯ তারিখ নাগাদ প্রথম পর্বের ভেরিফিকেশন পর্ব চালু হতে পারে৷ উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ জারি হতে পারে চলতি মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ৷ কমপক্ষে ১৬ হাজার চাকরিপ্রার্থীকে ডাক পেতে পারেন বলে জানা গিয়েছে৷ তবে, দ্বিতীয় পর্বের ভেরিফিকেশ কবে নাগাদ হবে, তা অবশ্য জানা যায়নি৷ লোকসভা ভোটের আগে দ্বিতীয় পর্বের আগে সম্ভবকর হবে বলেও মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, H.M-দের কাউন্সেলিংয়ের আগে উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন শেষ হবে বলে কমিশন সূত্রে খবর৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চলতি সপ্তাহে SSC-র চেয়ারম্যান পদে রদবদল ঘটে৷ সমস্ত জল্পনার অবশান ঘটিয়ে অবশেষে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হাওড়ার আমতা ২ নং ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার৷ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও৷
সৌমিত্র বলেন, ‘‘আমি সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক, দায়িত্বভার গ্রহণ করেছি৷’’ সাড়ে পাঁচ মাস এসএসসি চেয়ারম্যান ছিলেন শর্মিলা৷ দীর্ঘদিন ধরে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়ার জট কাটাতে উদ্যোগী হন তিনি৷ একের পর এক স্তরে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ ও কাউন্সেলিং শুরু করেন৷ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগের সুপারিশ পত্রও ইস্যু করেছিলেন৷ সংবাদমাধ্যমে সৌমিত্রবাবু সাফ জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব নিয়োগ করা যায়, সেবিষয়ে তিনি উদ্যোগী হবেন৷
এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);