উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

কলকাতা: উচ্চ প্রাথমিকে মেধাতালিকায় সংক্রান্ত মামলায় বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আপাতত শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য সুখবর শুনিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আজ উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই মাসে ১৮ তারিখের মধ্যে শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় ঝুলে থাকা মেধা তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে৷

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

কলকাতা: উচ্চ প্রাথমিকে মেধাতালিকায় সংক্রান্ত মামলায় বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আপাতত শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য সুখবর শুনিয়েছে কলকাতা হাইকোর্ট৷

আজ উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই মাসে ১৮ তারিখের মধ্যে শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় ঝুলে থাকা মেধা তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে৷ মেধাতালিকা প্রকাশের পর যদি কোনও অভিযোগ থাকে, তা কমিশনকে জানানো যাবে৷ আদালতের নির্দেশ মেনে কমিশন পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগে শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় চূড়ান্ত তালিকা প্রকাশ করবে৷

ফলে, দীর্ঘ দিন ধরে চলতে থাকা শারীর শিক্ষা ও কর্ম শিক্ষায় শিক্ষক নিয়োগে জট কাটল বলেই মনে করা হচ্ছে৷ তবে, শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ এখনও বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া করা যাবে না৷ ফলে, কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে ফের থমকে গেলে নিয়োগ৷ কমিশনের ব্যর্থতার জেরে নিয়োগের উপর ফের স্থগিতাদেশ জারি হওয়ায় হতাশ চাকরিপ্রার্থীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eleven =