কলকাতা: দু’দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন। আগামী ১০ এপ্রিল নবান্ন অভিযান করার কথা রয়েছে তাদের। তারপর ওই স্মারকলিপি দেওয়া হবে।
শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, আমাদের মূলত দু’টি দাবি। প্রথমত, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, ২০০৫-’০৬ সেশন পর্যন্ত যাঁরা মামলা করেছিলেন এবং সেই সময়ে যাঁরা মামলা করতে পারেননি, সেই সেশন পর্যন্ত বঞ্চিত পিটিটিআই ছাত্রছাত্রীদের দ্রুত নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, অন্যান্য রাজ্যের মতো এখানেও প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো গঠন করতে হবে।