‘স্নাতক শিক্ষকের দাম দু’হাজার টাকা? এর থেকেও ভিক্ষুকের দাম বেশি!’

কলকাতা: রাজ্য সরকারের ইন্টার্ন শিক্ষক নিয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি৷ একটি বিবৃতি প্রকাশ করে রাজ্যের ইন্টার্ন নিয়োগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে৷ ইন্টার্ন নিয়োগের সঙ্গে ভিক্ষাবৃত্তির তুলনা টেনে সংগঠনের তরফে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে৷ অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক কার্ত্তিক সাহা বলেন, ‘‘একজন ভিক্ষুকও গোটা

‘স্নাতক শিক্ষকের দাম দু’হাজার টাকা? এর থেকেও ভিক্ষুকের দাম বেশি!’

কলকাতা: রাজ্য সরকারের ইন্টার্ন শিক্ষক নিয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি৷ একটি বিবৃতি প্রকাশ করে রাজ্যের ইন্টার্ন নিয়োগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে৷ ইন্টার্ন নিয়োগের সঙ্গে ভিক্ষাবৃত্তির তুলনা টেনে সংগঠনের তরফে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে৷

অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক কার্ত্তিক সাহা বলেন, ‘‘একজন ভিক্ষুকও গোটা মাসে ভিক্ষাবৃত্তি করে যে অর্থ উপার্জন করতে পারেন, একজন স্নাতকের দাম সরকারি বিচারে ২ হাজার টাকা? কোথায় নামাচ্ছেন তাঁরা শিক্ষকদের৷ দেশে লক্ষ লক্ষ বেকার৷ সরকার চাকরি দিতে পারছে না৷ তাই দুই আড়াই হাজার টাকা দিয়ে শিক্ষিত বেকারদের কিনতে চাইছে? পূর্ণ শিক্ষকের মর্যাদা হ্রাস করে বামফ্রন্ট আমলে কেন্দ্রের সহযোগিতায় পার্শ্বশিক্ষক নিয়োগ করা হয়েছিল৷ আজও তাঁরা পূর্ণ শিক্ষকের মর্যাদার জন্য লড়ছেন৷ শিশু শিক্ষা, মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের সহায়কদেও পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া হচ্ছে না৷ অতি সামান্য বেতন দেওয়া হয়৷ তাও ৫ হাজার টাকার উপরে৷ আর বর্তমানে সরকার দু’হাজার আড়াই হাজার টাকায় নামিয়ে এনে শিক্ষিত বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে৷ তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আবেদন জানাই৷’’ মুর্শিদাবাদের শিক্ষক ও শিক্ষা আন্দোলনর নেতা তন্ময় ঘোষ বলেন, ‘‘২০০০-২৫০০টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করলে অচিরেই শিক্ষার সলিলসমাধি হবে৷ কোন শিক্ষিত ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা মেনে নেবে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =