আজ বিকেল: সমাজের মেরুদণ্ড শিক্ষকরাই৷ যাঁরা সমাজ গড়ার কারিগরও বটে৷ আর তাঁরাই কী না দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার! দীর্ঘ বঞ্চনা বর্তমান সরকারের আমলেও অবসান হয়নি, উলটে বেড়েছে৷ দেশ গড়ার কারিগর সেই প্রাথমিক শিক্ষকরাই সব থেকে বঞ্চিত এই রাজ্যে। আর এই বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের জন্য কেন্দ্রীয় ষষ্ঠ বেতন কমিশনের সমতুল্য বেতন কাঠামো চালু করে পে-কমিশন প্রকাশের দাবিতে এবার সরব হল বিজেপি শিক্ষক সেল৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্প্রতি, বিজেপি শিক্ষক সেল রাজ্য কনভেনার দ্বিপোল বিশ্বাস ও বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজকমল পাঠকের নেতৃত্বে বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে স্মারকলিপি প্রদান করেন৷ এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপি সেলের প্রাথমিক শাখার ইনচার্জ শ্যামলেন্দু বিশ্বাস, বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ, বুদ্ধদেব মণ্ডল ও শান্তনু মণ্ডল। রাজ্যপালের কাছে প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবিকে সমর্থন জানান রাজ্যপাল৷ এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শীঘ্রই আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন রাজ্যপাল৷ প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব করে সমস্যা সমাধানে আলোচনায় বসতে পারেন বলেও প্রতিনিধি দলকে জানিয়েছেন রাজ্যপাল৷
বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দ্বিপোল বিশ্বাস বলেন, ‘‘রাজ্যপাল আমাদের দাবির প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল৷ রাজ্যপাল আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ সেই কারণে রাজ্যপালকে বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ৷ বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবিকে না মেনে নিলে ভবিষ্যতে আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাব৷’’ বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ বলেন, ‘‘বর্তমান সরকার আমাদের PRT স্কেলের দাবিকে না মেনে নিলে আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে উচ্চ আদালতের শরণাপন্ন হব।’’