নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ চলছে লকডাউন৷ করোনার জেরে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি৷ ভাঁড়ারে টান পড়েছে সরকারের৷ আর তার জেরে এখনই বর্ধিত মহার্ঘ ভাতা দিতে পারবে না কেন্দ্র৷ এবার সাফ জানিয়ে দিল কেন্দ্র৷ ফলে, আপাতত পুরোনা হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷
করোনার জেরে এবার বড়সড় ধাক্কা খেলেন সরকারি কর্মচারীরা৷ স্থগিত হয়ে গেল বর্ধিত মহার্ঘ ভাতা প্রাপ্তির সুযোগ৷ বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখনই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া যাবে না৷ কেন্দ্রীয় কর্মচারী ও পেনশন ভোগীরা বাড়তি মহার্ঘ ভাতার সুবিধা পাবেন না৷ করোনা পরিস্থিতিতে কেন্দ্রের এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে৷
জানানো হয়েছে, ২০২১ সালে জুলাই মাস পর্যন্ত পুরানো হারে মিলবে মহার্ঘ ভাতা৷ চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ৪ শতাংশ হারে বর্ধিত মহার্ঘ ভাতা পাওয়ার কথা ছিল৷ কিন্তু, করোনা পরিস্থিতির জন্য ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত বর্ধিত মহার্ঘ ভাতা পাওয়া যাবে না বলে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে৷ এবছর পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারিয়ে পাওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হচ্ছে৷ ১ জুলাই ২০২০ থেকে আগামী বছর পয়লা জানুয়ারি ২০২১ পর্যন্ত এই ছ’মাস কোনও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ আগামী ছ’মাস পুরানো হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে৷ অর্থাৎ এবছর জানুয়ারি মাস থেকে বকেয়া ডিএ আগামী বছরের ১ জুলাই পর্যন্ত পাওয়া যাবে না৷ ২১ শতাংশ মহার্ঘ ভাতার পরিবর্তে পুরানো হর অর্থাৎ ১৭ শতাংশ ভাতা পেয়ে সন্তুষ্ট থাকতে হবে ৪৯.২৬ লক্ষ কেন্দ্র সরকারি কর্মী ও ৬১.১৭ লাখ পেনশনভোগীকে৷
However, Dearness Allowance and Dearness Relief at current rates will continue to be paid: Ministry of Finance (2/2)
— ANI (@ANI) April 23, 2020