সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার বাধ্যতামূলক করছে সরকার

মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরপরই কৃষি ঋণ মকুব করে চমক দিয়েছিলেন মধ্যপ্রদেশের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী কমল নাথ৷ এবার কর্মহীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে নয়া উদ্যোগ নিল মধ্যপ্রদেশ সরকার৷ সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার প্রসঙ্গে মঙ্গলবার, স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে কমল নাথ বলেন, ‘‘চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার অবশ্যই দেওয়া প্রয়োজন৷ আমরা এই বিষয়টি নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছি৷

সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার বাধ্যতামূলক করছে সরকার

মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরপরই কৃষি ঋণ মকুব করে চমক দিয়েছিলেন মধ্যপ্রদেশের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী কমল নাথ৷ এবার কর্মহীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে নয়া উদ্যোগ নিল মধ্যপ্রদেশ সরকার৷ সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার প্রসঙ্গে মঙ্গলবার, স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে কমল নাথ বলেন, ‘‘চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার অবশ্যই দেওয়া প্রয়োজন৷ আমরা এই বিষয়টি নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছি৷ আমার মনে হয়, দেশে সব রাজ্যেই এমনই ব্যবস্থা চালু করা প্রয়োজন৷ তাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে৷’’

বিধানসভা নির্বাচনের আগে মূলত তিনটি ইস্যুকে হাতিয়ার করে ভোটের ময়দানে নামে কংগ্রেস৷ কৃষি ঋণ মকুব, কর্মসংস্থান ও দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি৷ প্রতিশ্রুতিও দেন, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ঋণ মকুব ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ সরকার গঠনের ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী হলেন কমল নাথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 3 =