সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণে নয়া নিয়ম আনল সরকার

কলকাতা: রাজ্য স্বাস্থ্য দপ্তরের হেলথ ডাইরেক্টরেটে কর্মরত গ্রুপ-এ অফিসার বাদে প্রত্যেক কর্মীর পাসপোর্ট ও বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনল সরকার। এ মাসে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এ সংক্রান্ত পরিবর্তনের একটি নির্দেশনামা জারি করেছেন। দপ্তর সূত্রের খবর, গ্রুপ-এ অফিসার বাদে স্বাস্থ্য অধিকর্তা বা হেলথ ডাইরেক্টরেটের অধীনস্থ প্রতি কর্মীর পাসপোর্ট তৈরিতে দপ্তরের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি পাওয়া

সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণে নয়া নিয়ম আনল সরকার

কলকাতা: রাজ্য স্বাস্থ্য দপ্তরের হেলথ ডাইরেক্টরেটে কর্মরত গ্রুপ-এ অফিসার বাদে প্রত্যেক কর্মীর পাসপোর্ট ও বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনল সরকার। এ মাসে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এ সংক্রান্ত পরিবর্তনের একটি নির্দেশনামা জারি করেছেন।

দপ্তর সূত্রের খবর, গ্রুপ-এ অফিসার বাদে স্বাস্থ্য অধিকর্তা বা হেলথ ডাইরেক্টরেটের অধীনস্থ প্রতি কর্মীর পাসপোর্ট তৈরিতে দপ্তরের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি পাওয়া জরুরি। নির্দেশে বলা হয়েছে, এক্ষেত্রে ওই কর্মী সংক্রান্ত যে কোনও খারাপ রিপোর্ট, মামলা, বিভাগীয় তদন্ত বা শাস্তি বা ভিজিলেন্স থাকলে, এনওসি দেওয়ার সময়ে তা খতিয়ে দেখা হবে। তারপরই দপ্তর সেই কর্মীকে এনওসি দেবে। নিজের খরচে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও এনওসি দেবে দপ্তরে কর্মীদের ছুটিছাটা দেখার শাখা। সেই কর্মীর বিদেশযাত্রার সময়সীমায় কোনও বিকল্প ব্যবস্থা রয়েছে কি না এবং কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হবে কি না, সেই ব্যাপারগুলিও খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =