সুখবর: ৩৩ হাজার শূন্যপদ পূরণে আরও এক ধাপ এগোল রাজ্য

কলকাতা: বাংলার কর্মসংস্থানের লক্ষ্যে আরও এক ধাপ এগল রাজ্য সরকার৷ প্রায় সাড়ে ৩৩ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে রাজ্য৷ ইতিমধ্যেই নয়া আইনও পাশ করিয়ে নিয়েছে রাজ্য৷ সূত্রের খবর, চলতি মাসেই রাজ্য সরকারের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে৷ জানা গিয়েছে, গ্রুপ ডি ও গ্রুপ সি পদে প্রায় ২৩ হাজার শূন্যপদে

সুখবর: ৩৩ হাজার শূন্যপদ পূরণে আরও এক ধাপ এগোল রাজ্য

কলকাতা: বাংলার কর্মসংস্থানের লক্ষ্যে আরও এক ধাপ এগল রাজ্য সরকার৷ প্রায় সাড়ে ৩৩ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে রাজ্য৷ ইতিমধ্যেই নয়া আইনও পাশ করিয়ে নিয়েছে রাজ্য৷ সূত্রের খবর, চলতি মাসেই রাজ্য সরকারের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে৷

জানা গিয়েছে, গ্রুপ ডি ও গ্রুপ সি পদে প্রায় ২৩ হাজার শূন্যপদে লোক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে৷ ইতিমধ্যেই ২০১২ সালের পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন আইন তৈরি হয়েছে৷ ২০১৩ সালে অর্থ দপ্তর গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগের জন্য দায়িত্ব দেয় স্টাফ সিলেকশন কমিশনকে৷ কয়েক বছর কাজ করার পর ফের বিল পাস করে এই স্টাফ সিলেকশন কমিশনকে তুলে দেয় রাজ্য সরকার৷ এরপর ২০১৭ সালের সেপ্টেম্বর মাস নাগাদ অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগের দায়িত্ব দেয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনকে৷

রাজ্য সরকার দ্রুত শূন্যপদ পূরণের জন্য ফের স্টাফ সিলেকশন কমিশন ফিরিয়ে আনতে বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন রিপিলিং বিল ২০১৯ পাস করিয়েছে৷ এবার থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে লোক নিয়োগ হবে৷ গ্রুপ ডি পদে শূন্যপদ আছে ৯১২৭টি৷ শীঘ্রই বিভিন্ন দপ্তরে ৩৩৬৮৭ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে৷

অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, নিয়োগ হবে জরুরি ভিত্তিতে৷ স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে৷ কোন দপ্তরে কত কর্মী নিয়োগ হবে সে বিষয়ে এখনও কোনও তথ্য না জানানো হলেও গ্রুপ অনুসারে শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে৷

সবচেয়ে বেশি সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে সি গ্রুপে৷ এই গ্রুপে মোট শূন্যপদের সংখ্যা ১৩৭২৩টি৷ বি গ্রুপে শূন্যপদ ৯১২৭টি৷ এরপর রয়েছে গ্রুপ ডি পদে শূন্যপদ ৬৭৮০টি৷ শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে৷ এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে তা এখনও সরকারি ভাবে কিছু জানানো না হলেও চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 7 =