সুখবর: রোপা ২০১৯ বিজ্ঞপ্তিতে ৫টি সংশোধনী নবান্নের

কলকাতা: রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স (রোপা) ২০১৯-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুজোর আগেই৷ কিন্তু এরপরেই বিজ্ঞপ্তিতে কিছু সংশোধনের দাবি ওঠে৷ অবশেষে বুধবার সেই বিজ্ঞপ্তির সেই সংশোধিত অংশগুলি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর৷ মোট পাঁচটি সংশোধন করা হয়েছে বিজ্ঞপ্তিতে৷ এর মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ ঠিক কী কী পরিবর্তন আনা

সুখবর: রোপা ২০১৯ বিজ্ঞপ্তিতে ৫টি সংশোধনী নবান্নের

কলকাতা: রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স (রোপা) ২০১৯-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুজোর আগেই৷ কিন্তু এরপরেই বিজ্ঞপ্তিতে কিছু সংশোধনের দাবি ওঠে৷ অবশেষে বুধবার সেই বিজ্ঞপ্তির সেই সংশোধিত অংশগুলি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর৷ মোট পাঁচটি সংশোধন করা হয়েছে বিজ্ঞপ্তিতে৷ এর মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে নয়া সংশোধন আনল নবান্ন? দেখুন এক নজরে-

সুখবর: রোপা ২০১৯ বিজ্ঞপ্তিতে ৫টি সংশোধনী নবান্নের

মূল বিজ্ঞপ্তিতে ‘ডেট অফ অপশনে’ শুধুমাত্র ‘নেক্সট ইনক্রিমেন্ট’ বলে উল্লেখ থাকায় সেখানে পরবর্তী ইনক্রিমেন্টের নিতে অসুবিধা হত৷

সংশোধিত বিজ্ঞপ্তিতে ‘ডেট অফ অপশনে’ ‘নেক্সট ইনক্রিমেন্টে’ র সঙ্গে ‘অর সাবসিকোয়েন্ট ইনক্রিমেন্ট’ কথাটি উল্লেখ করা হয়েছে৷ এরফলে নতুন পে-কমিশনের আওতায় কোনও সরকারি কর্মচারী বেতনের নিয়মিত বৃদ্ধির পর সহজেই নতুন বৃদ্ধির সুবিধা নিতে পারবেন৷

মূল বিজ্ঞপ্তিতে, ‘ডেট অফ অপশনে’র জায়গায় ০১-০১-২০১৬ উল্লেখ করা ছিল৷ সংশোধিত বিজ্ঞপ্তিতে এই ডেট লেখার জায়গায় ফাঁকা রাখা হয়েছে৷ ফলে সরকারি কর্মচারীরা নিজেদের সুবিধা মত ইনক্রিমেন্ট নেওয়ার সুবিধা নিতে পারবেন৷  (বিজ্ঞপ্তি দেখুন এই লিঙ্কে- www.wbfin.nic.in/writereaddata/6042-F(P2).pdf)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =