সুখবর, একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

সুখবর, একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

কলকাতা: আসছে পুরসভা নির্বাচন৷  তার পরেই রয়েছে রাজ্য বিধানসভার নির্বাচন৷ পরপর দু বছরে দু'টি মেগা নির্বাচনকে কেন্দ্র করে এবার কার্যত ঘর গোছানোর প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার৷ আর সেই প্রক্রিয়া হিসাবে এবার কর্মী নিয়োগের পথে হাটার সিদ্ধান্ত রাজ্যের৷

পুরসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার তড়িঘড়ি কর্মী নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া রাজ্য পরিবহণ, নগরোন্নয়ন দপ্তর, কলকাতা ও দুর্গাপুর পুরসভায় প্রায় ৪০০ পদে নিয়োগ করা হবে৷ এই মর্মে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ভোটের আগে দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তি করবে রাজ্য সরকার৷ 

যদিও এর আগে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, অর্থ দপ্তরের কোনও অনুমোদন ছাড়া পুরসভায় কোনও ভাবেই কোনও নিয়োগ করা যাবে না৷ পুরসভা ইচ্ছা খুশি অনুযায়ী তাদের কর্মী নিয়োগ করতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ এবার সেই নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ 

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, রাজ্য সরকারি চাকরিতে প্রচুর শূন্যপদ রয়েছে৷ গত বছর ১০ জুলাই বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৩৩ হাজার ৬৮৭ সরকারি শূন্যপদ দ্রুত পূরণ করা হবে৷ এরমধ্যে ১৮,৫২৭টি অংরক্ষিত ও ১৫,১৬০টি সংরক্ষিত৷ প্রতিবন্ধীদের জন্য ১,৩৮৭টি শূন্যপদ রয়েছে৷ রাজ্যের মানুষের কাছে আরও উন্নত এবং বাড়তি পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই সব শূন্যপদগুলি (৩৩,৬৮৭টি পদ) বিশেষ কর্মসূচী গ্রহনের মাধ্যমে দ্রুত পূরণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =