সরকারি কর্মীদের জন্য সুখবর, পেনশন ব্যবস্থা বড়সড় বদল আনল রাজ্য

কলকাতা: সারা জীবন রাজ্য সরকারের হয়ে কাজ করার পর অবসর নেওয়ার পরে পেনশন আদায় করতে গিয়ে জুতোর সুখতলা ক্ষয়ে যায়৷ সরকারি কর্মীদের এই অভিযোগ দীর্ঘ দিন ধরেই চলে আসছে৷ কখন এই তথ্য চেয়ে তলব, কখন আবার বয়সের প্রমাণপত্র দেখতে চেয়ে তলব৷ দপ্তর দপ্তর ঘুরে পেশন পেতে প্রায় মাস ছ’য় কেটে যেত৷ কিন্তু, এবার যাতে সেই

সরকারি কর্মীদের জন্য সুখবর, পেনশন ব্যবস্থা বড়সড় বদল আনল রাজ্য

কলকাতা: সারা জীবন রাজ্য সরকারের হয়ে কাজ করার পর অবসর নেওয়ার পরে পেনশন আদায় করতে গিয়ে জুতোর সুখতলা ক্ষয়ে যায়৷ সরকারি কর্মীদের এই অভিযোগ দীর্ঘ দিন ধরেই চলে আসছে৷ কখন এই তথ্য চেয়ে তলব, কখন আবার বয়সের প্রমাণপত্র দেখতে চেয়ে তলব৷ দপ্তর দপ্তর ঘুরে পেশন পেতে প্রায় মাস ছ’য় কেটে যেত৷ কিন্তু, এবার যাতে সেই সমস্ত সমস্যার এড়ানো যায়, সেদিকে লক্ষ্য রেখে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দপ্তর৷

সোমবার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিয়ে পেনশন নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য অর্থ দপ্তরের৷ রাজ্য পেনশন পাওয়ার প্রক্রিয়া আরও সরলীকরণ করা জারি করা হয়েছে বিজ্ঞপ্তি৷ এতদিন রাজ্য সরকারি কর্মীদের পেনশনের জন্য আবেদন করতে হলে ১৬টি ফর্ম পূরণ করতে হতো৷ এখন থেকে একটি ফরম পূরণ করলেই চলবে৷ একটি ফর্ম পূরণ করে তাতেই ওই কর্মীর সমস্ত তথ্য থাকবে৷ পেনশন নিয়ে নির্দেশিকা জারি অর্থ দপ্তরের৷

হওড়ার প্রশানিক সভা থেকে সরকারি কর্মীদের আশ্বস্থ করে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, ‘‘ত্রিপুরা আর বাংলা একমাত্র পেনশন দিত৷ ত্রিপুরা পেনশন বন্ধ করে দিয়েছে৷ কিন্তু বাংলা এখনও করেনি৷ ৫৬ হাজার কোটি টাকা দেনা শোধ করেও আমরা ১২৩ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে চলেছি৷ এক তারিখে শিক্ষকরা বেতন পান৷ আগে পেতেন না৷ এখন পেনশনটাও পাওয়া যায়৷ পে কমিশন যেটা প্রস্তাব করবে, যতটা আমাদের কুলাবে ততটা আমরা করব৷’’ এর পরই রাজ্য অর্থদপ্তরের এই বিজ্ঞপ্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *