কলকাতা: আজ, বৃহস্পতিবার শুরু হল উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনের কাজ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশে এসএসসির নবনির্মিত ভবনে শুরু হয়েছে ভেরিফিকেশনের কাজ৷ আজ শুধুমাত্র পিওর সায়েন্স বিষয়ের প্রার্থীদের ভেরিফিকেশন চলছে৷ শেষ হবে সংস্কৃত দিয়ে৷ এর জন্য প্রথম এবং দ্বিতীয়ার্ধে ৬০টি করে মোট ১২০টি টেবিল রাখা হয়েছে৷
কমিশনের লক্ষ্য, প্রতিদিন কম-বেশি সাড়ে তিন হাজার প্রার্থীর তথ্য যাচাই করা৷ সব মিলিয়ে প্রায় ১৭ হাজার প্রার্থীকে ডাকা হচ্ছে৷ স্বাভাবিকভাবেই কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মীদের নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই কমিশনের পাঁচটি আঞ্চলিক অফিসের সমস্ত কর্মীদের কলকাতায় নিয়ে আসা হয়েছে৷ তাঁরা বিভিন্ন গেস্ট হাউসে রয়েছেন৷
এছাড়াও, বিকাশ ভবন থেকে ৬০ জন কর্মীকে ডেপুটেশনে নিয়েছে কমিশন৷ এই কাজ করার জন্য তাঁদের বুধবার প্রশিক্ষণও দেওয়া হয়েছে৷ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলবে এই পর্ব৷ মাঝে শনি এবং রবিবার ছুটি থাকবে৷ চেয়ারম্যান বলেন, ‘‘আমরা আগে বলেছিলাম, ২০ ফেব্রুয়ারি ভেরিফিকেশনের কাজ শুরু করে দেব। কিন্তু তার মধ্যে আমরা সমস্ত কাজ শেষই করে দিচ্ছি৷