আরও জটিল মহার্ঘ ভাতার ভবিষ্যৎ, DA মামলায় নয়া মোড়

কলকাতা: ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি৷ গত ২৬ জুলাই ডিএ সংক্রান্ত স্যাটের ঐতিহাসিক রায় পুনর্বিবেচনায় আর্জিও গৃহীত হয়েছে আদালতে৷ রায় পুনর্বিবেচনায় সিদ্ধান্তরিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও আবেদন গ্রহণ করা হয়েছে৷ রায় পুনর্বিবেচনায় জন্য এক মাসের মধ্যে আবেদন করতে হয়৷ গত ৫ নভেম্বর এই মামলার শুনানিতে রাজ্যের তরফে এই ২৬ জুলাই

আরও জটিল মহার্ঘ ভাতার ভবিষ্যৎ, DA মামলায় নয়া মোড়

কলকাতা: ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি৷ গত ২৬ জুলাই ডিএ সংক্রান্ত স্যাটের ঐতিহাসিক রায় পুনর্বিবেচনায় আর্জিও গৃহীত হয়েছে আদালতে৷ রায় পুনর্বিবেচনায় সিদ্ধান্তরিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও আবেদন গ্রহণ করা হয়েছে৷

রায় পুনর্বিবেচনায় জন্য এক মাসের মধ্যে আবেদন করতে হয়৷ গত ৫ নভেম্বর এই মামলার শুনানিতে রাজ্যের তরফে এই ২৬ জুলাই ডিএ মামলার রায় পুনর্বিবেচনায় জন্য আর্জি জানানো হয়৷ কিন্তু, রায় ঘোষণার ১ মাসের মধ্যে পুনর্বিবেচনার আবেদন না জমা হওয়ায় স্যাটের তরফে রাজ্যকে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকারের আবেদনের কপি প্রতিপক্ষকে দিতে হবে৷

সেই আবেদনের ভিত্তিতে আজ রায় পুনর্বিবেচনায় আর্জি গ্রহণ করেছে আদালত৷ একই সঙ্গে কেন স্যাটের নির্দেশ কার্যকর হল না, সেই বিষয়ে দায়ের হওয়া আদালত অবমাননার শুনানিও চলবে বলে খবর৷ আগামী ৮ জানুয়ারি মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল৷

আজ দুপুর আড়ায়টে নাগাদ বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও বিচারপতি সুবেশ কুমার দাসের এজলাসে এই মামলার শুনানি ছিল৷ গত ২৬ জুলাই ডিএ মামলার রায় পুনর্বিবেচনায় জন্য রাজ্যের তরফে আবেদন করা হয়েছে৷ ডিএ মামলার রায় কার্যকর না হওয়ায় আদালত অবমাননা মামলা দায়ের করছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ৷ তাদের দাবি, স্যাটের রায় অনুযায়ী মহার্ঘ ভাতা সংক্রান্ত নীতি নির্ধারিত হয়নি৷ আর তার জেরে আদালত অবমাননার মামলা দায়ের হয়৷

গত ২৬ জুলাই স্যাট সাফ জানিয়ে দেয়, কেন্দ্রীয় সরকারের হারে রাজ্য কর্মীদের ডিএ দিতে ববে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার৷ মেটাতে হবে বকেয়া ডিএ৷ এই মর্মে নীতি নির্ধারণের জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু, নীতি নির্ধারণ তো দূর, স্যাটের রায় কার্যকর করা হয়নি বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + sixteen =