দু’হাজার কর্মী নিয়োগের নির্দেশিকা জারি খাদ্য দপ্তরের

কলকাতা: সরকারি ধান কেনার কেন্দ্রগুলিতে অস্থায়ী দু’হাজার কর্মী নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে খাদ্য দপ্তর। যুবশ্রী তালিকায় নথিভুক্তদের এই নিয়োগ করা হবে বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন। জেলাশাসকদের মাধ্যমে এই নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জেলাশাসকদের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। এই অস্থায়ী কর্মীরা মাসে ১১ হাজার টাকা করে ভাতা পাবেন। ছয় মাসের চুক্তিতে

3477d7b998892e4cb7414d0e20acee51

দু’হাজার কর্মী নিয়োগের নির্দেশিকা জারি খাদ্য দপ্তরের

কলকাতা: সরকারি ধান কেনার কেন্দ্রগুলিতে অস্থায়ী দু’হাজার কর্মী নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে খাদ্য দপ্তর। যুবশ্রী তালিকায় নথিভুক্তদের এই নিয়োগ করা হবে বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন। জেলাশাসকদের মাধ্যমে এই নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জেলাশাসকদের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। এই অস্থায়ী কর্মীরা মাসে ১১ হাজার টাকা করে ভাতা পাবেন। ছয় মাসের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে। চুক্তির মেয়াদ বাড়তেও পারে।

বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার জন্য কয়েক বছর আগে ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’ চালু করে রাজ্য সরকার। শ্রম দপ্তর এটির দায়িত্বে আছে। কাজ পাওয়ার জন্য এখানে নাম নথিভুক্ত করা যায়। নিয়োগকারী সংস্থাও এই পোর্টালে নাম নথিভুক্ত করে। নথিভুক্ত চাকরি প্রার্থীদের মধ্যে থেকে তারা চাহিদা অনুযায়ী কর্মী খুঁজে নেবে, এটাই ছিল প্রধান উদ্দেশ্য। পরবর্তীকালে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে নথিভুক্তদের মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রকল্প চালু করে সরকার। এক লক্ষ কর্মপ্রার্থীকে এই ভাতা দেওয়া চালু করা হয়। ওই টাকা পাওয়ার জন্য কোনও বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়ার শর্ত আছে। মাসিক ভাতা প্রাপক কর্মপ্রার্থীদের এখন যুবশ্রী নাম দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, কম্পিউটারের কাজকর্ম জানা যুবকদের ধান কেনা কেন্দ্রে নিযুক্ত করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে। তবে প্রয়োজনে কম্পিউটারের কাজ শিখিয়ে নিতেও পরামর্শ দিয়েছে খাদ্য দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *