কর্মী সমস্যা মেটাতে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত খাদ্য দপ্তরের

কলকাতা: সরকারি ধান কেনার কেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য প্রতি জেলায় তিন সদস্যের প্রশাসনিক কমিটির গঠন করা হল৷ এই কমিটির প্রধান হবেন জেলাশাসক৷ একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর এই কমিটিতে থাকবেন৷ খাদ্য দপ্তর এই নিয়োগ সংক্রান্ত নীতির নির্দেশিকা জারি করে দিয়েছে৷ এই কাজের জন্য আবেদনপত্রের প্রোফর্মা তৈরি করে দিয়েছে দপ্তর৷ মোট দুই হাজার জনকে

কর্মী সমস্যা মেটাতে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত খাদ্য দপ্তরের

কলকাতা: সরকারি ধান কেনার কেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য প্রতি জেলায় তিন সদস্যের প্রশাসনিক কমিটির গঠন করা হল৷ এই কমিটির প্রধান হবেন জেলাশাসক৷ একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর এই কমিটিতে থাকবেন৷

খাদ্য দপ্তর এই নিয়োগ সংক্রান্ত নীতির নির্দেশিকা জারি করে দিয়েছে৷ এই কাজের জন্য আবেদনপত্রের প্রোফর্মা তৈরি করে দিয়েছে দপ্তর৷ মোট দুই হাজার জনকে নিয়োগ করা হবে৷ কোন জেলায় কতজনকে নেওয়া হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ ধান সংগ্রহে এগিয়ে থাকা বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় স্বাভাবিকভাবে নিয়োগ বেশি হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + fifteen =