নৌসেনায় ইতিহাস গোড়ে স্বপ্নের উড়ান প্রথম মহিলা অফিসারের

নয়াদিল্লি: বোমারু বিমানের ককপিটে বসার ছাড়পত্র আগেই পেয়েছিলেন মহিলারা৷ এবার আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে দেশ৷ নৌবাহিনীর পাইলটের দায়িত্বে প্রথম হাতেখড়ি হতে চলেছে আরও এক কন্যার৷ আগামী ২ ডিসেম্বর পাইলটের আসলে দেখা যাবে শিবাঙ্গীকে৷ আর তার দু’দিন পর নৌ-সেনা দিবস৷ ভারতীয় নৌবাহিনীতে মহিলারা এতদিন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব সামলাতে৷ যাদের প্রধান কাজ ছিল পর্যবেক্ষণ৷ এই

নৌসেনায় ইতিহাস গোড়ে স্বপ্নের উড়ান প্রথম মহিলা অফিসারের

নয়াদিল্লি: বোমারু বিমানের ককপিটে বসার ছাড়পত্র আগেই পেয়েছিলেন মহিলারা৷ এবার আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে দেশ৷ নৌবাহিনীর পাইলটের দায়িত্বে প্রথম হাতেখড়ি হতে চলেছে আরও এক কন্যার৷ আগামী ২ ডিসেম্বর পাইলটের আসলে দেখা যাবে শিবাঙ্গীকে৷ আর তার দু’দিন পর নৌ-সেনা দিবস৷

ভারতীয় নৌবাহিনীতে মহিলারা এতদিন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব সামলাতে৷ যাদের প্রধান কাজ ছিল পর্যবেক্ষণ৷ এই প্রথমবার কোনও মহিলা পাইলটের দায়িত্ব পেতে চলেছেন৷ আগামী ২ ডিসেম্বর থেকে কাজে যোগ দেবেন শিবাঙ্গী৷

শিবাঙ্গী বিহার মুজাফ্ফরপুরে পড়াশোনা করেছেন৷ ডিএভি পাবলিক স্কুলে৷ ভারতীয় নৌবাহিনী একাডেমি থেকে ২৭ জন এনওসি প্রশিক্ষণ নিয়ে নৌসেনায় এসএসসি পাইলট হিসেবে তিনি যোগ দিতে চলেছেন৷ সার্দান নেভালে তাঁর প্রশিক্ষণ চলছে৷ দীর্ঘদিনের প্রথা ভেঙে মহিলাদের নৌসেনায় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক৷ সেই সুযোগ হাতছাড়া করতে চাননি লেফটেন্যান্ট শিবাঙ্গী৷ যখন লক্ষণরেখা পার করা একে বারেই সহজ ছিল না৷

বছর কয়েক আগেই যুদ্ধবিমান চালানোর সুযোগ পেয়েছিলেন এয়ারফোর্সের মহিলা অফিসাররা৷ প্রশংসার বন্যা বইয়ে ছিল সারাদেশে ২০১৫ সালে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দিয়েছিলেন এক মহিলা অফিসার নজির তৈরি করেছিলেন৷ ২০১৬ সালে ভারতীয় যুদ্ধ বিমানের ককপিটে বসার ছাড়পত্র পেয়েছিলেন অভানি চাতুর্ভেদি ও ভাবনা৷ এবার নৌসেনার অন্দরেও রাজত্ব করতে চলেছেন মহিলারা৷ সেনা সূত্রে খবর, মহিলাদের জন্য নিয়মিত কোনও নিয়ম শিথিল করা হয়নি৷ তবুও প্রতিটি মাপকাঠিতে উতরে গেছেন শিবাঙ্গী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =