বেতন বঞ্চনার আগুন এবার নবান্নেও, নয়া কর্মসূচি শিক্ষকদের

কলকাতা : আগামী সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দিলেন রাজ্যের প্রায় ৫৫ হাজার শিক্ষক৷ বেতনবৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে প্রায় ৯ বছর ধরে চলছে শিক্ষকদের৷ অভিযোগ, তৃণমূল সরকার তাঁদের কথা দিয়েও কথা রাখেনি৷ আর এরই প্রতিবাদে এসএসকে, এমএসকে সহ এএস শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে শিক্ষক ঐক্য মঞ্চ৷ সোমবার ওই একই দাবিতে বিকাশ

7f662514b943ce18ca8cfe829ea81ad5

বেতন বঞ্চনার আগুন এবার নবান্নেও, নয়া কর্মসূচি শিক্ষকদের

কলকাতা : আগামী সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দিলেন রাজ্যের প্রায় ৫৫ হাজার শিক্ষক৷ বেতনবৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে প্রায় ৯ বছর ধরে চলছে শিক্ষকদের৷ অভিযোগ, তৃণমূল সরকার তাঁদের কথা দিয়েও কথা রাখেনি৷ আর এরই প্রতিবাদে এসএসকে, এমএসকে সহ এএস শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে শিক্ষক ঐক্য মঞ্চ৷ সোমবার ওই একই দাবিতে বিকাশ ভবন অভিযান করেন শিক্ষকরা৷ পুলিশি ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে বিক্ষোভ দেখান শিক্ষকরা৷

বিকাশ ভবনের অদূরে শিক্ষক ঐক্য মঞ্চের ডাকা ধর্না অবস্থান বিক্ষোভ ছ’দিনে পেরিয়ে গিয়েছে৷ তাঁদের দাবি, যতক্ষন না শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ সমস্ত দাবি মেনে লিখিত বিবৃতি দিচ্ছেন ততক্ষন পর্যন্ত তাঁদের ধর্ণা চলবে৷ পাশাপাশি আগামী সপ্তাহে নবান্ন অভিযান করবেন বলে জানিয়ে দিয়েছেন৷

আন্দোলনকারীদের দাবি, ত্রিপুরায় এসএসকে, এমএসকে শিক্ষকরা ২১ হাজার টাকা বেতন পান৷ বিহারে ১৯ হাজার টাকা বেতন দেওয়া হলেও বাংলা এসএসকে, এমএসকে শিক্ষকরা পান মাত্র সাড়ে ৮ হাজার টাকা৷ কিন্তু, কেন এই বেতন বঞ্চনা? এরই প্রতিবাদে ১২ জুন বিকাশভবন অভিযান করে খোলা আকাশের নীচে অনশনে বসেন এসএসকে, এমএসকে শিক্ষকরা৷ এই মুহূর্তে রাজ্যের গ্রামঞ্চলে ১৮ লক্ষ ২২ হাজার ৩২২ পড়ুয়ার পঠনপাঠনের দায়িত্বে রয়েছেন বাংলার এসএসকে, এমএসকে শিক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *