আপারের শিক্ষক নিয়োগে SSC-কে চূড়ান্ত নির্দেশ আদালতের, সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের এক হাত নিল কলকাতা হাইরকোর্টের৷ শিক্ষক নিয়োগে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগকে প্রশাংসা করে শিক্ষক নিয়োগে এসএসসিকে স্বচ্ছতা প্রমাণে শেষ সুযোগ দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১০ জুলাই বিকেল ৫টার মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টার্ভিউয়ে ডাকা ২৪৫৬৪ জনের নম্বর সহ নামের তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টে৷ আজ, উচ্চ প্রাথমিকের শিক্ষক

আপারের শিক্ষক নিয়োগে SSC-কে চূড়ান্ত নির্দেশ আদালতের, সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের এক হাত নিল কলকাতা হাইরকোর্টের৷ শিক্ষক নিয়োগে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগকে প্রশাংসা করে শিক্ষক নিয়োগে এসএসসিকে স্বচ্ছতা প্রমাণে শেষ সুযোগ দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১০ জুলাই বিকেল ৫টার মধ্যে উচ্চ প্রাথমিকের  ইন্টার্ভিউয়ে ডাকা ২৪৫৬৪ জনের নম্বর সহ নামের তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টে৷

আজ, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, উচ্চ প্রাথমিকে ইন্টার্ভিউয়ে ডাক পাওয়া সমস্ত প্রার্থীর টেট নম্বর ও অ্যাকাডেমিক স্কোর সহ তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে৷ কারা কত নম্বরের ভিত্তিতে ডাক পেয়েছেন, তাও পরিস্কার হয়ে যাবে৷ ২০১৬ সালে এসএসসির রুল অনুযায়ী তালিকা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে৷ এর ফলে, ঘুরপথে চাকরি পাওয়ার প্রার্থীরা চিহ্নিত হয়ে যাবেন৷ আজ, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার কথা বলা হলেও নিয়োগের উপর দেওয়া কলকাতা হাইকোর্টের স্থগিতাদের প্রত্যাহার করা হয়নি৷ তালিকা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত৷

অন্যদিকে ইন্টার্ভিউ শুরু হলেও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ প্রশিক্ষণহীন প্রার্থীকে ইন্টার্ভিউতে ডাকার অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার ভিত্তিতে শিক্ষক নিয়োদের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য৷

নিয়োগের উপর স্থগিতাদেশ দিলেও ইন্টার্ভিউ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ সোমবার প্রশিক্ষণপ্রাপ্তদের মামালার ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশনকে তীব্র কটাক্ষ করে আদালত৷ মামলাকারীদের অভিযোগ, কম নাম্বর পাওয়া সত্ত্বেও প্রশিক্ষণহীন এক চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে৷ কিন্তু, কমিশন যখন বলছে, প্রশিক্ষণ-হীনদের কোনও ভাবেই সুযোগ দেওয়া হবে না, তখন কেন কাউকে কাউকে ডাকা হচ্ছে? উদাহরণ হিসাবে আজ মামলাকারীদের তরফে অভিযোগ তোলা হয়, আয়েশা খাতুন নামের এক অপ্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে৷ কিন্তু, গত ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছিল, কোনও অপ্রশিক্ষণপ্রাপ্তকে ডাকা হবে না৷ কিন্তু, তার পরও কেন এই ঘটনা? কমিশনের তরফে এই ঘটনায় খারিজের চেষ্টা করা হয়৷ তবে, তা টেকেনি৷ আদালতের তরফে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর নিয়োগের উপর স্থগিতাদেশ দেওয়া হয়৷ ইন্টার্ভিউ চললেও মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাবে বলে এদিন সাফ জানিয়ে দেওয়া হয়৷

এর আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশনের তরফে জানানো হয়, ভেরিফিকেশন পর্বে সফল হওয়া চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ পর্ব চলবে ২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত৷ এরমধ্যে ৭ ও ১৪ তারিখ রবিবার ছুটির দিনে ইন্টারভিউ নেওয়া হবে না৷ কারা কারা ইন্টারভিউয়ের জন্য পাবেন, তা জানতে ও ইন্টিমেশন লেটার ডাউলোড করতে পারবেন এই- http://13.233.110.134/letter_of_intimation.php লিঙ্কে৷ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই কমিশনের সাইটে নজর রাখবেন৷

আপারের শিক্ষক নিয়োগে SSC-কে চূড়ান্ত নির্দেশ আদালতের, সিঁদুরে মেঘের আশঙ্কাউচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের তথ্য যাচাই পর্ব শুরু হয়েছে গত ৪ জুন থেকে৷ মাঝে ৫ ও ৬ জুন ভেরিফিকেশন পর্ব বন্ধ ছিল ঈদের ছুটির কারণে৷ ফের ভেরিফিকেশন শুরু হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের দ্বারস্থ হন গরহাজির থাকা বেশ কিছু চাকরিপ্রার্থী৷ পরে, গরহাজির থাকা চারকিপ্রার্থীদের ডাকা হবে বলে আগেই আজ বিকেল ডট কমকে জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷

২০১৫ সালে ১৬ আগস্ট আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের পরীক্ষা গ্রহণ করে স্কুল সার্ভিস কমিশন৷ এক বছর পর ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ফল প্রকাশ করে৷ আরও দু’বছর পর ২০১৮ সালে চাকরি-প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ করা হয়৷ এরপর ২০১৯-এ ফেব্রুয়ারি লাগাতার আন্দোলন-লাঠিচার্জ-গ্রেপ্তারির পর কার্যত বাধ্য হয়ে ভেরিফিকেশনের নোটিস প্রকাশ করে কমিশন৷ ভোটের মধ্যে তৃতীয় দফার ফেরিফিকেশন করার কথা কমিশনের তরফে জানানো হলেও তা করা সম্ভব হয়নি৷ ভোট শেষ হতেই তা চালু করা হয়৷ এবার শুরু ইন্টারভিউ পর্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =