আজ বিকেল: ফের বঞ্চনার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চলেছে প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, দীর্ঘ প্রায় চার-পাঁচ বছর বকেয়া এরিয়ার মেটানো হয়নি প্রাথমিক শিক্ষকদের একাংশের৷ অবিলম্বে বকেয়া নাম মেটানো হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন৷
‘অসফল’ শিক্ষকদের শেষ সুযোগ দিচ্ছে শিক্ষা দপ্তর, এখনও ঝুলে ৭২৪১-এর ভবিষ্যৎ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ, ২০১৪ সালে যে সমস্ত শিক্ষক এক বছরের ব্রিজ কোর্স(ODL) পূর্ণ করে সার্টিফিকেট পেয়েছেন ও ২০১৫ সালে যাঁরা দু’বছরের D.EL.ED (ODL) শেষ করে সার্টিফিকেট সংগ্রহ করেছেন, তাঁদের এরিয়ার দীর্ঘদিন বকেয়া রয়েছে৷ ইতিমধ্যেই বর্ধমান জেলার কয়েকটি সার্কেলের মন্তেশ্বর ১ সার্কেলের দু’বছরের ODL D.EL.ED পাশ শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে৷ শিক্ষক-শিক্ষিকা বকেয়া টাকাও পেয়েছেন৷ কিন্তু, এখনও বকেয়া পাননি বহু প্রাথমিক শিক্ষক৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার উদ্যোগ নিয়েছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন৷ বকেয়া এরিয়ার মেটাতে যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়, সে বিষয়ে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানানো হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে৷
স্কুল শিক্ষায় নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের
জানা গিয়েছে, অন্যান্য জেলায় কয়েক বছর আগেই এরিয়ারের টাকা মেটানো হলেও এখনও বঞ্চিত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার শিক্ষকরা। তাই স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ আগামী কয়েক দিনের মধ্যে তাঁদের বকেয়া না মিটলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হয়েছে৷ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনে বর্ধমান জেলার প্রতিনিধিরাও এই ব্যাপারে সরব হয়েছেন৷ টিম বর্ধমানের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, ‘‘টাকা মেটানো না হলে সুদ-সহ DPSC ফেরত দিতে হয়। অথচ চার-পাঁচ বছর ধরে ইচ্ছাকৃতভাবে শিক্ষকদের পাওনা টাকা বকেয়া রাখা হয়েছে। এক্ষেত্রে শিক্ষকরা অনেক টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন৷’’