শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষামন্ত্রীর, দিলেন হুঁশিয়ারি

কলকাতা: শিক্ষক নিয়োগে আকাশ ছোঁয়া দুর্নীতির রিপোর্ট করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া বা ক্যাগ৷ এবার সেই রিপোর্ট থেকে শিক্ষা নিয়ে শিক্ষক নিয়োগে সাবধানী পদক্ষেপ শিক্ষা দপ্তরের৷ ক্যাগের রিপোর্ট নিয়ে কোনও শব্দ মুখে না আনলেও শিক্ষক নিয়োগ ইস্যুতে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শনিবার সাংবাদিক বৈঠক ডেকে প্রাথমিক শিক্ষকদের সমস্যা নিয়ে ডাকা বৈঠকের

শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষামন্ত্রীর, দিলেন হুঁশিয়ারি

কলকাতা: শিক্ষক নিয়োগে আকাশ ছোঁয়া দুর্নীতির রিপোর্ট করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া বা ক্যাগ৷ এবার সেই রিপোর্ট থেকে শিক্ষা নিয়ে শিক্ষক নিয়োগে সাবধানী পদক্ষেপ শিক্ষা দপ্তরের৷ ক্যাগের রিপোর্ট নিয়ে কোনও শব্দ মুখে না আনলেও শিক্ষক নিয়োগ ইস্যুতে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

শনিবার সাংবাদিক বৈঠক ডেকে প্রাথমিক শিক্ষকদের সমস্যা নিয়ে ডাকা বৈঠকের পর এসএসসির অনশনরত চাকরিপ্রার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ওঁরা পাশ করলেই হবে৷ মুখ্যমন্ত্রী আমাকে তো এই নির্দেশ দেননি, ওঁরা ফেল করলে ওদের চাকরি দিতে হবে৷ চাইলে আমি আপনাদেরও দেখিয়ে দিতে পারি ওঁদের খাতা৷ ওঁরা যদি পাস করে থাকে তাহলে নিয়োগ হবে৷’’

নবম দশম ও একাদশ দ্বাদশে শূন্যপদ বৃদ্ধির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, তার মানে আপনারা চাইছেন যে ২০১৯ সালে শিক্ষক নিয়োগের কোন পরীক্ষা যেন না হয়৷ আমরা নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে৷ যতটুকু নিয়মের মধ্যে আছে, যতটুকু রুমের মধ্যে আছে, সবটাই হবে৷ রুলের বাইরে গিয়ে কিছু করতে পারব না৷ না হলে আবার লোকে হাইকোর্টে যাবে৷ দরকার কী?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =