স্কুল শিক্ষকদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী, অতিরিক্ত ছুটি অনুমোদন

স্কুল শিক্ষকদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী, অতিরিক্ত ছুটি অনুমোদন

কলকাতা: করোনা মহামারীর আবহে কর্মরত শিক্ষকদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷বিএড পরীক্ষার সময় কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে অতিরিক্ত ছুটি অনুমোদন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

খবরে প্রকাশ, অন ডেপুটেশন নিয়ে বিএড করছেন এমন শিক্ষকদের পরীক্ষার সময় অতিরিক্ত ছুটি অনুমোদন করবে শিক্ষা দপ্তর৷ আগামী জুন মাসের শেষে বিএডের চূড়ান্ত বর্ষের শেষ সেমেস্টার হওয়ার কথা রয়েছে৷ কিন্তু, করোনা মহামারীর আবহে তা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়গুলি জুনের পরীক্ষা আগস্টে নিতে চাইছে৷

কিন্তু, নির্ধারিত সূচি অনুযায়ী কর্মরত শিক্ষকদের ছুটি মেয়াদ আগামী ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে৷ কিন্তু, জুনের পরীক্ষা আগস্টে হলে কর্মরত শিক্ষকরা নতুন করে ছুটি পাবেন কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়৷ পরীক্ষার সময়ে আদৌও ছুটি মিলবে তো? এই নিয়ে শিক্ষকদের কথা তুলে ধকে শিক্ষা দপ্তরের পাঠানো হয় চিঠি৷ গত শনিবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী অনলাইন বৈঠকে বিষয়টি ওঠে৷ শিক্ষকদের সমস্যার কথা বিবেচনা করে দেথেন শিক্ষামন্ত্রী৷ জানিয়ে দেন, পরীক্ষার সময় কর্মরত শিক্ষকদের ছুটির জন্য শিক্ষা দপ্তর আলোচনা করে ছুটির অনুমোদন দেবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *