‘অসফল’ শিক্ষকদের শেষ সুযোগ দিচ্ছে শিক্ষা দপ্তর, এখনও ঝুলে ৭২৪১-এর ভবিষ্যৎ

কলকাতা: যোগ্যতামান বৃদ্ধির পরীক্ষায় অসফল কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ কী, তা নিয়ে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে টালবাহানা চলছে৷ এই তালিকায় মূলত প্রাথমিক, এসএসকে-এমএসকে ও পার্শ্বশিক্ষকরা রয়েছেন৷ আদৌ সেই সব শিক্ষকদের নতুন করে সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছিল৷ কিন্তু শেষমেশ মানবিক মনোভাবই দেখাল শিক্ষা দপ্তর৷ শিক্ষা দপ্তর সূত্রে খবর, ওই শিক্ষকদের

‘অসফল’ শিক্ষকদের শেষ সুযোগ দিচ্ছে শিক্ষা দপ্তর, এখনও ঝুলে ৭২৪১-এর ভবিষ্যৎ

কলকাতা: যোগ্যতামান বৃদ্ধির পরীক্ষায় অসফল কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ কী, তা নিয়ে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে টালবাহানা চলছে৷ এই তালিকায় মূলত প্রাথমিক, এসএসকে-এমএসকে ও পার্শ্বশিক্ষকরা রয়েছেন৷ আদৌ সেই সব শিক্ষকদের নতুন করে সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছিল৷ কিন্তু শেষমেশ মানবিক মনোভাবই দেখাল শিক্ষা দপ্তর৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শিক্ষা দপ্তর সূত্রে খবর, ওই শিক্ষকদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে৷  এ নিয়ে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদকে নির্দেশ দেওয়া হয়েছে৷ নতুন বছরের প্রথম মাসেই পরীক্ষা হওয়ার কথা রয়েছে বলে খবর৷ এনসিটিই নিয়ম অনুযায়ী, কর্মরত শিক্ষকদের উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে৷ যাঁদের তা নেই, তাঁদের ফের পরীক্ষা দিয়ে তা অর্জন করতে হবে৷ তা না হলে চাকরিতে খাঁড়া নেমে আসতে পারে৷ তাই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমে ওই শিক্ষকদের উচ্চ মাধ্যমিকে বসার সুযোগ করে দেওয়া হয়৷ সেই মতো গত কয়েক বছরে ৫০ হাজারের মতো কর্মরত শিক্ষক তাঁদের যোগ্যতা বৃদ্ধির জন্য এখানে ভর্তি হয়েছিলেন৷ তাঁদের মধ্যে অধিকাংশই পাশ করে গিয়েছিলেন৷ সংসদ সূত্রে খবর, অসফল শিক্ষকের সংখ্যা ৭২৪১৷  শিক্ষামহলের মতে, এর ফলে যে শিক্ষকদের হাতে আগামী প্রজন্ম গড়ার দায়িত্ব রয়েছে, তাঁদেরই একটা অংশের মান নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 12 =