DA-র দাবিতে যুদ্ধ ঘোষণা সব্যসাচীর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বিদ্যুৎ ভবনে ধুন্ধুমার৷ পুলিশের সঙ্গে আইএনটিটিইউসির ধস্তাধস্তি৷ বিক্ষোভে ভাঙল বিদ্যুৎ ভবনে মূল দরজার কাচ৷ বিদ্যুৎ ভবনে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিক্ষোভে নেতৃত্বে ছিলেন সব্যসাচী দত্ত৷ এদিন আইএনটিটিইউসি সমর্থীত সরকারি কর্মীদের একাংশ ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকে চেষ্টা করে৷ বাঁধা দেয় পুলিশ৷ বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়৷ এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া মহার্ঘ

8dcc498c73be5226ecb883b606afeb52

DA-র দাবিতে যুদ্ধ ঘোষণা সব্যসাচীর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বিদ্যুৎ ভবনে ধুন্ধুমার৷ পুলিশের সঙ্গে আইএনটিটিইউসির ধস্তাধস্তি৷ বিক্ষোভে ভাঙল বিদ্যুৎ ভবনে মূল দরজার কাচ৷ বিদ্যুৎ ভবনে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিক্ষোভে নেতৃত্বে ছিলেন সব্যসাচী দত্ত৷ এদিন আইএনটিটিইউসি সমর্থীত সরকারি কর্মীদের একাংশ ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকে চেষ্টা করে৷ বাঁধা দেয় পুলিশ৷ বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়৷

এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া মহার্ঘ ভাতার দাবি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়ে তৃণমূল নেতা তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘রাজ্য সরকারের কিছু পুলিশ বন্ধু এসেছেন, আমাদের আটকাতে৷ আমার শুধু এই টুকুই আহ্বান, যখন এখান থেকে ডিউটি সেরে বাড়ি যাবেন বা এখান থেকে ডিউটি সেরে থানায় যাবেন, গিয়ে বলবেন এক গ্লাস জল দে৷ পাখাটা চালাতে যাবেন, দেখবেন পাখা চলছে না৷ এক গ্লাস জল চাইবেন, আপনার কর্মচারীটি এছে বলবে, জল দেব কোত্থেকে৷ পাম্প চলছে না৷ আর বাড়ি গেলে বউ যখন বলবে, বিদ্যুতের বিল দিতে হবে, তখন পকেটে হাত দিয়ে দেখবেন পকেট ফাঁকা৷ পকেট ফুটো হয়ে গিয়েছে৷ আর তা না হলে কাটমানিয়ে নিতে হবে৷ না হলে সংসার চলবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *