১৭ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের, আসছে বিজ্ঞপ্তি!

কলকাতা: চাকরিপ্রার্থীদের সুখবর। ‘ডিজিট্যাল বাংলা’ গড়ার লক্ষ্যে এবার ১৭ হাজার কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রস্তাব অনুমোদন মিসললে প্রতি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হতে হবে। সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে গেলে প্রয়োজন প্রচুর কম্পিউটার শিক্ষক। প্রয়োজন পরিকাঠামো। সেই সমস্ত দিক খতিয়ে দেখে সরকার এগচ্ছে বলে খবর। এই

১৭ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের, আসছে বিজ্ঞপ্তি!

কলকাতা: চাকরিপ্রার্থীদের সুখবর। ‘ডিজিট্যাল বাংলা’ গড়ার লক্ষ্যে এবার ১৭ হাজার কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রস্তাব অনুমোদন মিসললে প্রতি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হতে হবে।

সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে গেলে প্রয়োজন প্রচুর কম্পিউটার শিক্ষক। প্রয়োজন পরিকাঠামো। সেই সমস্ত দিক খতিয়ে দেখে সরকার এগচ্ছে বলে খবর।

এই মুহূর্তে গোটা বাংলাজুড়ে ঠিকাসংস্থার মাধ্যমে কয়েক হাজার কম্পিউটার শিক্ষক হয়েছেন। তবে, তাঁদের সরাসরি শিক্ষক পদে নিয়োগ করা হবে কি না তা স্পষ্ট নয়। কেনান, ঠিকা সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়া বহু শিক্ষকের যোগ্যতায় খামতি আছে। ছ’মাসের প্রশিক্ষণেই নিয়োগ করা হয়েছে তাঁদের। সেক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা থাকা শিক্ষকরা এই পদের জন্য অবদানের সুযোগ দেওয়া হতে পারে বলে খবর।

জানা গিয়েছে, বাংলার প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়া পর জারি হতে পারে বিজ্ঞপ্তি। নতুন কম্পিউটার শিক্ষকদের নিয়োগ এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে কি না, কীভাবে তাঁদের নিয়োগ করা হবে, সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। যোগ্যতার মান সম্পর্কেও জানা যায়নি। তবে, সব দিক খতিয়ে দেখে নবান্নের তরফে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =