আন্দোলনে গিয়ে পার্শ্ব শিক্ষকের মৃত্যু, ক্ষোভে ফুঁসছে শিক্ষা মহল

কলকাতা: সম কাজে সম বেতনের দাবিতে আন্দোলনে নেমেছিলেন মেদিনীপুরের পার্শ্ব শিক্ষিকা রেবতি রাউত৷ গত ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা অবস্থান বিক্ষোভে সবে চালিয়ে গিয়েছিলেন তিনি৷ কিন্তু সেই অবস্থান-বিক্ষোভ যে কাল হয়ে দাঁড়াবে, তা কল্পনাও করতে পারেননি শিক্ষিকার পরিবার৷ অবস্থান-বিক্ষোভ মঞ্চ থেকেই গুরুতর অসুস্থ হওয়ার পর মৃত্যু হল পার্শ্ব শিক্ষক রেবতি রাউতের৷ একই সঙ্গে

আন্দোলনে গিয়ে পার্শ্ব শিক্ষকের মৃত্যু, ক্ষোভে ফুঁসছে শিক্ষা মহল

কলকাতা: সম কাজে সম বেতনের দাবিতে আন্দোলনে নেমেছিলেন মেদিনীপুরের পার্শ্ব শিক্ষিকা রেবতি রাউত৷ গত ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা অবস্থান বিক্ষোভে সবে চালিয়ে গিয়েছিলেন তিনি৷ কিন্তু সেই অবস্থান-বিক্ষোভ যে কাল হয়ে দাঁড়াবে, তা কল্পনাও করতে পারেননি শিক্ষিকার পরিবার৷ অবস্থান-বিক্ষোভ মঞ্চ থেকেই গুরুতর অসুস্থ হওয়ার পর মৃত্যু হল পার্শ্ব শিক্ষক রেবতি রাউতের৷

একই সঙ্গে অবস্থানে থাকাকালীন ব্রেন স্ট্রোকে গুরুতর অসুস্থ আরও শিক্ষক৷ তাপস বর নামের ওই শিক্ষককে আপাতত এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর চিকিৎসার জন্য আনন্দলোক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে৷

ধর্না-অবস্থান মঞ্চে মৃত্যুর খবরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷ আন্দোলন করতে গিয়ে পার্শ্ব শিক্ষককের মৃত্যু প্রসঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, ‘‘সম কাজে সম বেতনের দাবিতে প্রথম দিন থেকেই অবস্থানে বসে ছিলেন শিক্ষিকা রেবতি রাউত৷ তিনি আমাদের সঙ্গে লড়াই করছিলেন৷ কিন্তু খোলা আকাশের নিচে রাত কাটানোর পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন৷ অসুস্থ হওয়ার পর বাড়ি ফেরার পথে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ ভর্তি করা হয় ওখানকার হাসপাতালে৷ কিন্তু, আজ তাঁর মৃত্যু সংবাদে আমরা মর্মাহত৷ আমরা আমাদের আরও এক সঙ্গীকে হারালাম৷ একইসঙ্গে তাপস বর নামের এক পার্শ্বশিক্ষকের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন৷ তাঁকে এনআরএস হাসপাতালে বহুকষ্টে ভর্তি করা হয়েছে৷’’

পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে মৃত্যুর খবর দাবানলের মত ছড়িয়ে পড়েছে শিক্ষক মহলে৷ তুঙ্গে উঠেছে বিতর্ক৷ ক্ষোভে ফুঁসছে পার্শ্বশিক্ষক মহল৷ মর্মাহত অনশনরত ৩৭ জন পার্শ্বশিক্ষক৷ এভাবে আর কত মৃত্যু দেখতে হবে? প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ৷ তাদের অভিযোগ, এখনও পর্যন্ত ১০৪ জন পার্শ্বশিক্ষক বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন৷ কখনও তাঁদের অনাহারে মৃত্যু হয়েছে৷ এবার সেই তালিকায় আরও দীর্ঘ হওয়ায় ক্ষোভ ফুঁসছে শিক্ষক মহল৷

শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘অনশন-আন্দোলনে অসুস্থ হয়ে বাড়িতে থাকাকালীন মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের এক পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতের৷ আমরা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে পার্শ্বশিক্ষকরা দাবি আদায়ে অনশন আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন, তার জন্য রাজ্য সরকারকে ধিক্কার জানাই৷ রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের ন্যায্য দাবিগুলি মেনে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন৷ না হলে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের’’

শিক্ষক নেতা তন্ময় ঘোষ বলেন, ‘‘পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতের অকাল প্রয়াণে সমগ্র শিক্ষক সমাজ গভীর ভাবে শোকাহত৷ সমবেদনা জানাই সহযোদ্ধা ও পরিবার বর্গকে৷ এই ঘটনার প্রতিবাদে আগামিকাল বাংলার সমস্ত বিদ্যালয়ে ক্লাস বয়কট করার আহ্বান করি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *