বিহার: গ্রাম ডাক সেবক পদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়াল ভারতীয় ডাক বিভাগের বিহার সার্কল। ইচ্ছুক প্রার্থীরা ওই পদের জন্য ১৪ জুলাই ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন। আগেই বিজ্ঞাপন প্রকাশ করেছিল, এবার সেই পদে আবেদন গ্রহণের শেষ দিন পিছিয়ে দিল তারা। আগে যে শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেখানে আবেদনের শেষ দিন ছিল ৩০ জুন ২০২১। কিন্তু এর পর ওই দিন পিছিয়ে চলতি মাসের ১৪ করা হয়েছে৷ এবছর ২৭ এপ্রিল এবিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখানে জানানো হয়েছিল ১৯৪০ জন গ্রাম ডাক সেবক নিয়োগ করা হবে। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে শূন্যপদ পূরণে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।
বয়স
গ্রাম ডাক সেবক পদের জন্য আবেদনকারীদের বয়সসীমা ২৭.৪.২০২১ পর্যন্ত কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। তবে বিভিন্ন সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।
ছাড়গুলি হল
তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য ৫ বছরের ছাড়৷
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের জন্য কোনও ছাড় দেওয়া হয়নি৷
অন্য পিছিয়ে পড়া শ্রেণিদের ক্ষেত্রে জন্য ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
শারীরিক ভাবে অক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে।
অন্য পিছিয়ে পড়া শ্রেণির শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৩ বছরের ছাড় রয়েছে।
তফসিলি জাতি ও উপজাতির শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৫ বছরের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
ওই পদের জন্য আবেদন জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে প্রত্যেক আবেদনকারীকে অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরাজি ভাষা জানা বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার স্বীকৃত কোনও স্কুল থেকে পাশের সার্টিফিকেট থাকতে হবে৷
প্রার্থীরা যে এলাকার জন্য আবেদন করবেন, সেই এলাকার স্থানীয় ভাষা জানতেই হবে।
আবেদন করার আগে অনুগ্রহ করে পুরো নোটিফিকেশন পড়ে নিয়ে তার পর আবেদন করবেন।