আপারের মেধা তালিকায় ‘দুর্নীতি’! উৎসবেও তুঙ্গে আইনি প্রস্তুতি

কলকাতা: দীর্ঘ লড়াই-আন্দোলন-ধর্না-মামলার ধকল কাটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা৷ বোধন লগ্নে স্কুল সার্ভিস কমিশনের এই মেধা তালিকায় ভাগ্য খুলতে চলেছে প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থীর৷ কিন্তু, মেধাতালিকা প্রকাশ হতে না হতেই চূড়ান্ত অসন্তোষ ছড়িয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে৷ মেধাতালিকায় বিষয় ভিত্তিক শূন্যপদের সংখ্যা উল্লেখ না থাকায় জারি ধোঁয়াশা৷ মেধাতালিকায় পরীক্ষার্থীদের নম্বর ইচ্ছাকৃতভাবে

আপারের মেধা তালিকায় ‘দুর্নীতি’! উৎসবেও তুঙ্গে আইনি প্রস্তুতি

কলকাতা: দীর্ঘ লড়াই-আন্দোলন-ধর্না-মামলার ধকল কাটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা৷ বোধন লগ্নে স্কুল সার্ভিস কমিশনের এই মেধা তালিকায় ভাগ্য খুলতে চলেছে প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থীর৷ কিন্তু, মেধাতালিকা প্রকাশ হতে না হতেই চূড়ান্ত অসন্তোষ ছড়িয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে৷

মেধাতালিকায় বিষয় ভিত্তিক শূন্যপদের সংখ্যা উল্লেখ না থাকায় জারি ধোঁয়াশা৷ মেধাতালিকায় পরীক্ষার্থীদের নম্বর ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেওয়াও অভিযোগও তুলতে শুরু করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ উচ্চ প্রাথমিকে মেধাতালিকা ‘দুর্নীতি’র অভিযোগ তুলে এবার উৎসবের আবহেও যুদ্ধ ঘোষণা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের৷

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘উচ্চ প্রাথমিকে ব্যাপক দুর্নীতির অভিযোগ ও তার প্রমাণ এসেছে আমাদের হাতে৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অন্য সব আন্দোলনের মতো শিক্ষক ও শিক্ষার স্বার্থে এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তার আন্দোলন ও আইনি আন্দোলন চালাবে শাসকের চোখে চোখ রেখে৷ ইতিমধ্যে বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস সামিমের সঙ্গে কথা হয়েছে৷ আগামী ১৮ অক্টোবর শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ এই দুর্নীতির বিরুদ্ধে দুপুর ১২টায় করুণাময়ী থেকে কমিশনের অফিস পর্যন্ত মহামিছিল করে কমিশনকে প্রমাণসহ ডেপুটেশন দেবে৷’’

তাঁর আরও দাবি, ‘‘কেননা, ২১ দিনের মধ্যে অভিযোগ জানাতে বলে স্কুল সার্ভিস কমিশন৷ মেধাকে গুরুত্ব না দিলে আগামী প্রজন্মকে ধ্বংস করতে দেব না আমরা৷ মনে রাখবেন, আমি মইদুল ইসলাম নিচের চাকরিকে উপেক্ষা করে ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি টেট কেলেঙ্কারি ফাঁস করেছিলাম মেধাকে প্রতিষ্ঠা করার জন্য৷ আবার যখন আপার প্রাথমিকে ফলপ্রকাশ নিয়ে জটিলতা চলছিল, তখন সারারাত কমিশন ঘেরাও করার পরে ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি ছিনিয়ে এনেছিলাম৷ সেই নিয়োগে দুর্নীতি মানব না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 2 =