আজ বিকেল: নতুন বছরের শুরুতেই ফের নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি বাড়াতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ সবকিছু ঠিকঠাক থাকলে উচ্চ প্রাথমিক ও শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এবং নিয়োগপত্র বিলির কাজ শুরু করতে চলেছে কমিশন৷ মনে করা হচ্ছে, নতুন বছরের শুরুতেই অন্তত ১০টি বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে SSC৷ ঠিক কী কী বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন?
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, উচ্চ প্রাথমিকে প্রথম পর্যায়ে ভেরিফিকেশ জানুয়ারি মাসের প্রথম ১০ তারিখের মধ্যে নোটিফিকেশন জারি করতে পারে কমিশন৷ ২০ দিন ধরে প্রায় ১৬০০০ জনের ভেরিফিকেশন চলবে বলে খবর৷ এর পরও একাধিক পর্যায়ে চলবে ফেরিফিকেশ৷ ভেরিফিকেশন হবে কমিশনের দপ্তরেই৷ কিন্তু, উন্টারভিউ কোথায় হবে, সেটা এখনও ঠিক হয়নি৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের সঙ্গে ৭ হাজার শূন্যপদ যোগ হওয়ার কথা রয়েছে৷ ১০ শতাংশ সংরক্ষণের মামালা মেটার পর প্রক্রিয়া শুরু হবে৷ জানা গিয়েছে, জানুয়ারি প্রথম সপ্তাহে কর্ম ও শারীর শিক্ষায় কাউন্সিলিং হবে৷ একাদশ-দ্বাদশের এমপ্যানেলদের শূন্যপদ সংক্রান্ত সমস্যা মিটলে তৃতীয় ফেজ শুরু হওয়ার কথা৷ এরপরই নবম-দশমের কাউন্সেলিংয়ে যাঁরা হাজিরা দেননি, তাঁদের শেষ সুযোগ দেওয়া হবে বলে খবর৷
এরপর ফেব্রুয়ারি মাসে প্রায় ৬ হাজার আসনে নবম-দশম ওয়েটিংদের কাউন্সিলিং হবে৷ জয়েনিং হতে পারে মার্চ মাস নাগাদ৷ নবম-দশম এমপ্যানেলদের নিয়োগপত্র বিকাশ ভবন থেকে দেওয়া হবে জানুয়ারিতেই৷ খুব শীঘ্রই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত RTI-এর জবাব দেওয়া হবে কমিশনের তরফে৷ উপযুক্ত প্রমাণ দেখিয়ে কমিশন থেকে জবাব সংগ্রহ করা যাবে বলে কমিশন সূত্রে খবর৷