কলকাতা: প্রায় এক বছর বন্ধ থাকার পর ফের শিক্ষক বদলি প্রক্রিয়া শুরু করল আচার্য সদন৷ জেনারেল ট্রান্সফারের বিজ্ঞপ্তি জারি না হলেও স্কুল শিক্ষকদের আপস বদলি, প্রশাসনিক বদলি ও বিশেষ বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন৷
গত ২০১৫ সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে সাধারণ বদলির প্রক্রিয়া৷ সাধারণ বদলির প্রক্রিয়া শুরু না হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশ কিছু বদলির ছাড়পত্র দেওয়া হয়েছে৷ নয়া এই ছাড়পত্রের জন্য শিক্ষকদের দুর্ভোগের কিছুটা সুরাহা হয়েছে৷
এই প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকলেও এই টান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে বেশ কিছু শিক্ষক-শিক্ষিকা উপকৃত হন৷ কিন্তু, অবিলম্বে আমাদের বহুদিনের আন্দোলনের ফলে অর্জিত আবেদনের ভিত্তিতে সাধারণ বদলির নোটিফিকেশন জারি করার দাবি জানাচ্ছি৷’’
বছরখানেক আগেই বদলি নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে৷ পরিস্থিতি সামাল দিতে বিশেষ কারণ দেখিয়ে বদলি বন্ধ করে দিতে বাধ্য হয় কমিশন৷ তার কিছু পর, সমস্ত ধরণের বদলির প্রক্রিয়াও লাটে তুলে দেওয়া হয়৷ রাতারাতি বিপাকে পড়েন বহু শিক্ষক৷ বদলি প্রক্রিয়া বন্ধ থাকায় শিক্ষকদের মধ্যে চূড়ান্ত ক্ষোভ জমতে থাকে৷ শিক্ষা দপ্তরে গত এক বছরে বদলির জন্য প্রচুর আবেদনপত্র জমা পড়ে৷ শিক্ষকদের বিক্ষোভের আঁচ পেয়ে কিছুটা হলেও আগের নির্দেশ তুলে নেওয়া হয়৷