নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে করোনা৷ বিশ্বজুড়ে জারি করোনার তাণ্ডব৷ অর্থনীতির গতি থামিয়ে লকডাউন করেও রক্ষা মিলছে না৷ উল্টে লাফিয়ে বাড়ছে বেকারত্ব৷ মাত্র ৪৫ দিনে ভারতেও লাফিয়ে বাড়ছে বেকারত্বের হার৷ বলছে মার্কিন উপদেষ্টা সংস্থা সিএমআইই৷
মার্কিন উপদেষ্টা সংস্থা সিএমআইই বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, মে মাস শুরু হতে হতে না হতেই বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.১১ শতাংশে৷ মাত্র এক সপ্তাহে আগে যা ছিল ২১.০৫ শতাংশ৷ এপ্রিলে বেকারত্বের হার ২৩.৫২ শতাংশের কাছাকাছি৷ ফেব্রুয়ারির তুলনায় মার্চের বেকারি বেড়েছে তিন গুণের কাছাকাছি৷ সিএমআইইয়ের সমীক্ষা বলছে, ভারতে প্রায় ৯০শতাংশ কর্মী অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত৷ ফলে, করোনার জেরে দীর্ঘ লকডাউনের গেরোয় আর্থিক কর্মকাণ্ড কার্যত স্তব্ধ৷ কাজ হারিয়েছেন বহু মানুষ৷ অর্থনীতির চাকা স্তব হওয়ায় বাড়ছে বেকারি৷
মার্কিন উপদেষ্টা সংস্থা সিএমআইইয়ের তরফে পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, এপ্রিলে ভারতের বেকারত্বের হার দাঁড়িয়েছে ২১.০৫ শতাংশে৷ ২০ এপ্রিলের পর থেকে ধাপে ধাপে আর্থিক কর্মকাণ্ড চালুর হওয়ায় পরিস্থিতি একটু উন্নতি হয়েছে বলেও দাবি করা হয়েছে৷ ধাপে ধাপে কারখানা খোলার উপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় নিজেকে কর্মহীন ভাবছেন না বহু শ্রমিক৷ মলিকের ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন ভারতের অধিকাংশ শ্রমিক৷
পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, ২২ মার্চের পর কাজ খুঁজছিলেন ৪২.৬ শতাংশ শ্রমিক৷ ২৬ এপ্রিলের পর তা বেড়ে হয়েছে ৩৫.৪ শতাংশ৷ ৩ মে কাজের খোঁজ করেছেন ৩৬.২ শতাংশ৷ লকডাউনের জেরে দেশে বেকারত্ব ছিল ৮.৪১ শতাংশ৷ শেষ ৪৫ দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭.১১ শতাংশে৷ লকডাউন উঠার পর কর্মরত শ্রমিকরা নতুন করে কাজ পাবেন কি না, তার উপর নির্ভর করছে পরবর্তী সমীক্ষার হিসাব৷ আরও বিস্তারিত রিপোর্ট দেখুন- https://www.cmie.com/kommon/bin/sr.php?kall=warticle&dt=2020-05-05%2008:22:21&msec=776 এই লিঙ্কে৷