চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর বড়সড় চক্রের পর্দা-ফাঁস CID-র

কলকাতা: রেল, সেনাবাহিনী, পুলিশ, স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর বড়সড় একটি প্রতারণা চক্রের হদিশ পেলেন গোয়েন্দারা৷ চার জেলায় হানা দিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতদের থেকে মিলেছে প্রচুর ভুয়ো নথি৷ সিআইডি সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই চক্রটির কথা শোনা যাচ্ছিল। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে তারা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও

চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর বড়সড় চক্রের পর্দা-ফাঁস CID-র

কলকাতা: রেল, সেনাবাহিনী, পুলিশ, স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর বড়সড় একটি প্রতারণা চক্রের হদিশ পেলেন গোয়েন্দারা৷ চার জেলায় হানা দিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতদের থেকে মিলেছে প্রচুর ভুয়ো নথি৷

সিআইডি সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই চক্রটির কথা শোনা যাচ্ছিল। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে তারা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও পটাশপুর, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় ও নয়াগ্রাম, মুর্শিদাবাদের বহরমপুর এবং দক্ষিণ ২৪ পরগনার সাগরে হানা দিয়ে জয়ন্তকুমার ঘোড়ুই, জয়নারায়ণ মণ্ডল, গুণধর মান্না, অমিয় পাল, স্বপন মণ্ডল, সুকুমার দিন্দা এবং নিত্যানন্দ দাস নামে সাত প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জয়ন্তকুমার ঘোড়ুই চক্রের মূল মাথা বলে জেরায় জানা গিয়েছে।

কোস্টাল গার্ডে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠে বনগাঁ মহকুমার গোপালনগরের একটি সংস্থার বিরুদ্ধে। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা হল দীপঙ্কর ঘোষ ও সুব্রত বিশ্বাস। চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা সংস্থাটি প্রতারণা করেছে বলে মনে করছে পুলিশ। বৃহস্পতিবার বনগাঁ আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ জানায়, গোপালনগর থানা এলাকার একটি ভাড়া বাড়িতে ইন্ডিয়ান কোস্টাল সার্ভিস বোর্ড লাগিয়ে অফিস খুলেছিল কয়েকজন। তারা ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিল কোস্টাল সার্ভিসের গ্রুপ ডি পদে চাকরির। বিজ্ঞাপনে বলা হয়েছিল, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অনুমোদিত বেসিক মেরিন নলেজ কোর্সে ভর্তি হতে কোনও টাকা লাগবে না। কিন্তু একাধিকবার কর্মপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। প্রার্থীদের অভিযোগ, কাউকেই তারা চাকরি দেয়নি। টাকাও ফেরত দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =