পে-কমিশন ইস্যুতে সরকারি কর্মীদের চূড়ান্ত বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: মহার্ঘ ভাতা থেকে পে-কমিশন ইস্যুতে ফের সরকারি কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ হাওড়ার সরৎ সদনে প্রশাসনিক বৈঠকে মেজাজ চড়িয়ে রাজ্যের শিক্ষকদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ ‘সব সময় দাউ দাউ৷ কোথা থেকে আসবে টাকা? কাটাক্ষ মুখ্যমন্ত্রীর৷ বলেন, ‘‘পলিটিক্যাল কেউ রাস্তায় বসে পড়ছে৷ এদের সামলানো আমার কাজ নাই৷ এইসব করতে গিয়ে জনগণের কাজটা হচ্ছে না৷ সারাক্ষণ

08bd6bfbb5b88c3c315bfa6c1b6ad2ed

পে-কমিশন ইস্যুতে সরকারি কর্মীদের চূড়ান্ত বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: মহার্ঘ ভাতা থেকে পে-কমিশন ইস্যুতে ফের সরকারি কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ হাওড়ার সরৎ সদনে প্রশাসনিক বৈঠকে মেজাজ চড়িয়ে রাজ্যের শিক্ষকদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ ‘সব সময় দাউ দাউ৷ কোথা থেকে আসবে টাকা? কাটাক্ষ মুখ্যমন্ত্রীর৷

বলেন, ‘‘পলিটিক্যাল কেউ রাস্তায় বসে পড়ছে৷ এদের সামলানো আমার কাজ নাই৷ এইসব করতে গিয়ে জনগণের কাজটা হচ্ছে না৷ সারাক্ষণ কেউ ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ছে৷ না হই রাস্তায় গিয়ে বসে পড়ছে৷ অনশনের নামে নানান দাবি৷ জনগণের কাজ হবে না৷ শুধু তাদের কাজ হবে৷ বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও৷ দাও-দাও-দাও৷ কন্যাশ্রী, যুবশ্রী, দু’টাকা কেজি দরে চালের টাকা বন্ধ করে দাও৷ শুধু কয়েকটা লোকের টাকা বাড়িয়ে দাও৷’’

সরকারি কর্মীদের পেশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘ত্রিপুরা আর বাংলা একমাত্র পেনশন দিত৷ ত্রিপুরা পেনশন বন্ধ করে দিয়েছে৷ কিন্তু বাংলা এখনও করেনি৷ ৫৬ হাজার কোটি টাকা দেনা শোধ করেও আমরা ১২৩ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে চলেছি৷ এক তারিখে শিক্ষকরা বেতন পান৷ আগে পেতেন না৷ এখন পেনশনটাও পাওয়া যায়৷

বেতন কমিশন ইস্যুতে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘পে কমিশন যেটা প্রস্তাব করবে, যতটা আমাদের কুলাবে ততটা আমরা করব৷’’ পার্শ্বশিক্ষকদের বার্তা, ‘‘আমি পার্থ দাকে জিজ্ঞাসা করছিলাম এটা কি হচ্ছে বলুন তো? ২০২১ সালে প্যারাটিচার বেতন বেতন ৪ হাজার টাকা ২০১৮ সালে বাড়িয়ে ১০ হাজার টাকায় বেশি করা হল৷ তার পরও বলছে বেতন বাড়াও৷ কেউ কেউ বলছে, আমরা ক্লাসে যাব না৷ কালো ব্যাজ পরে ক্লাস করব৷ এদের দেখে বাচ্চারা কী শিখবে?’’

শিক্ষকদের ‘কালা দিবস’ পালন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘কথায় কথায় আন্দোলন মেনে নেব না৷ রাজ্য সরকার টাকা কোথা থেকে? কেন্দ্রকে বলুন রাজ্যকে রিজার্ভ ব্যাংক খুলে দিতে৷ আমরা রাজ্যে ধর্মঘট বন্ধ হয়ে দিয়েছি৷ এই সব চলবে না৷’’

পার্শ্বশিক্ষকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা দিচ্ছে না৷ এক বছর আগে প্যারা টিচারদের মাইনে বাড়ানো হয়েছে৷ শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে আন্দোলন করছে৷ কালো ব্যাজ পরে ক্লাস করছে শিক্ষকরা৷ বাচ্চারা কী শিখবে?’’ যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে গোটা রাজ্যজুড়ে চলছে শিক্ষক অসন্তোষ৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে পর্যবেক্ষক মহল৷ আগামী দিনে শিক্ষকরা যদি আন্দোলনে নামেন, তার ফল যে খুব একটা ভাল হবে তাও কার্যত ইঙ্গিত দিলেন বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল৷

পূর্ণ শিক্ষকের মর্যদা ও সম কাজে সম বেতনের দাবিতে পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আজ কর্মবিরতির পালন করছেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক৷ শিক্ষকদের উপর পুলিশি তাণ্ডবের প্রতিবাদে ইতিমধ্যেই কালো ব্যাজ পরে আজ স্কুল করছেন বাংলাক শিক্ষকদের একাংশ৷ ইতিমধ্যেই বিভিন্ন স্কুল ও শিক্ষা দপ্তরের বাইরে প্রতিবাদ পোস্টার দেওয়া হয়েছে৷ আজ সপ্তাহের প্রথম দিনে স্কুলে যোগ দেননি ৮০ শতাংশ পার্শ্বশিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *