গোষ্ঠী সংঘর্ষে মৃত তৃণমূল কর্মীর পরিবারকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

আলিপুর: ফের রাজনৈতিক সংঘর্ষে মৃতদের পরিবারকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বিষ্ণুপুরে প্রশাসনিক সভামঞ্চ থেকে মন্দিরবাজারে দুষ্কৃতী হামলা মৃত তিন তৃণমূল কর্মীর পরিবারের সদস্যের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী৷মৃতের পরিবারের সদস্যের মঞ্চে ডেকে মুখবন্ধ খাম খুলে নিয়োগপত্র দেখাতে নির্দেশ দেন তিনি৷ একই সঙ্গে মন্দিরবাজারে তিন জনের মৃত্যুতে সমবেদনা জানান

গোষ্ঠী সংঘর্ষে মৃত তৃণমূল কর্মীর পরিবারকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

আলিপুর: ফের রাজনৈতিক সংঘর্ষে মৃতদের পরিবারকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বিষ্ণুপুরে প্রশাসনিক সভামঞ্চ থেকে মন্দিরবাজারে দুষ্কৃতী হামলা মৃত তিন তৃণমূল কর্মীর পরিবারের সদস্যের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী৷মৃতের পরিবারের সদস্যের মঞ্চে ডেকে মুখবন্ধ খাম খুলে নিয়োগপত্র দেখাতে নির্দেশ দেন তিনি৷ একই সঙ্গে মন্দিরবাজারে তিন জনের মৃত্যুতে সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ঠিক কী হয়েছিল মন্দিরবাজারে?



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

গত ১৩ ডিসেম্বরের ঘটনা৷ দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় অল্পের জন্য রক্ষা পান জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস৷ কিন্তু বোমা ও গুলির আঘাতে প্রাণ হারালেন তিন জন তৃণমূল কর্মী৷ ওই দিন সন্ধ্যায় এই ভয়াণক ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-বহরু সহ আশপাশের এলাকাজুড়ে৷ বিশ্বনাথবাবু জানান, ওইদিন সকাল থেকে রাজনৈতিক কর্মসূচির জন্য সারাদিন ব্যস্ত ছিলেন তিনি৷ সন্ধ্যায় বহরুতে তৃণমূল পার্টি অফিসে বসে কিছুটা জিরিয়ে নিচ্ছিলেন৷ সেই সময় তাঁর গাড়িটি নিয়ে চালক যান কাছেই এক পেট্রোল পাম্পে৷ তেল ভরার পর পেট্রোল পাম্পের বসেই আড্ডা দিচ্ছিলেন গাড়ির চালক ও তৃণমূলের কয়েক জন কর্মী৷ সেই সময়েই মোটর বাইকে চড়ে এসে তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা৷ এলোপাথারি বোমা ও গুলি ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা৷ বোমা গুলির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান সইফুদ্দিন। গাড়ির চালকেরও সেখানেই মৃত্যু হয়৷ এ ছাড়াও গুলিতে মারা গিয়েছেন সেলিম খান নামে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর এক সদস্য৷ হামলার পিছনে কারা তা জানা যায়নি৷ বিধায়ক বিশ্বনাথবাবু বলেন, “কারা কী উদ্দেশে হামলা চালিয়েছিল বলতে পারব না৷ তবে পুলিশকে বলেছি, অপরাধীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়৷”

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *