কলকাতা: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণার করেও ‘খুশি’ করতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতবছর ৫ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিমায়ে দাঁড়িয়ে ইউজিসির সংশোধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ (বেতন বৃদ্ধির ঘোষণা করেও ‘খুশি’ করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী! উষ্মা মমতার ) কিন্তু, দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর তরফে ইউজিসির সংশোধিত হারে বেতন বৃদ্ধির পর অধ্যক্ষ-অধ্যাপকদের বেতন বৈষম্য নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর৷
আজ শনিবার বিধানসভায় শিক্ষা বিষয়ে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যারা বিশ্ববিদ্যালয় কাজ করেন, সেই সমস্ত অফিসারদের বেতন বৃদ্ধির জন্য রোপা প্রকাশ হওয়ার কথা ছিল৷ সেটাও আমরা প্রকাশ করেছি৷ বিশ্ববিদ্যালয়দের বলা আছে, কীভাবে তাঁদের বেতন বৃদ্ধি কার্যকর করতে হবে৷ নির্দিষ্ট ভাবে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে৷’’
পেশন প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর ঘোষণা, ‘‘রোপা অনুযায়ী পেনশন, এটা নিয়ে আমাকে অনেকেই ফোন করেছেন৷ মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে৷ এটাও আমরা দ্রুততার সঙ্গে করে দেব৷ বিশ্ববিদ্যালয়ে ১৪ তারিখ নির্দেশ দেওয়া হয়েছে৷ যারা পেনশনভোগী, তাদের জন্য রোপা মোতাবেক পেনশন পাবেন৷’’
সদ্য গঠিত অধ্যক্ষ কাউন্সিলের দাবি মেনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘অধ্যক্ষ কাউন্সিল দৃষ্টি আকর্ষণ করেছিল, অধ্যক্ষ-অধ্যাপকদের বেতন বৈষম্য ছিল৷ সাধারণ কলেজের থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষদের মধ্যে সেই বৈষম্য দূর করে দিয়েছি৷ ৩ হাজার টাকার বদলে এখন থেকে তাঁরা ৬৭০০ টাকা পাবেন৷ ৬৭০০ টাকা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষরা পেতেন৷ এখন অধ্যক্ষরা একই টাকা পাবেন৷’’ শিক্ষামন্ত্রী জানান, পিএইচডি ভাতা দেওয়া হতো বন্ধ হয়ে যাবে, এখন খবর ছড়িয়েছে৷ সেটা সত্য নয়৷ ভাতা দেওয়া হবে৷ আমরা সার্কুলারের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছি৷ তাঁরা যাতে বঞ্চিত না হন সে দিকটাও আমরা দেখতে বলেছি৷ অর্থাৎ সমস্ত গবেষকদের সুবিধা পাবেন৷