৩৩ হাজার ৬৬৭ শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ৷ এক কোটি চাকরি দিয়েছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী নিজেই এই দাবি করে আসছেন৷ এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও ৩৩ হাজার ৬৬৭ শূন্যপদ৷ আজ, বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত ৩৩ হাজার ৬৬৭ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন

৩৩ হাজার ৬৬৭ শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ৷ এক কোটি চাকরি দিয়েছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী নিজেই এই দাবি করে আসছেন৷ এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও ৩৩ হাজার ৬৬৭ শূন্যপদ৷ আজ, বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত ৩৩ হাজার ৬৬৭ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই শূন্যপদ পূরণ করতে গেলে রাজ্য সরকারের উপর বাড়তি ৫০০ কোটি কোটা খরচ হবে৷ পিএসসির মাধ্যমে এই শূন্যপদে নিয়োগের পাশাপাশি গ্রাম-বাংলায় কংর্মসংস্থানের জন্য স্বনির্ভর গোষ্ঠীর উপরও গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে চালু থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উৎসাহ প্রদানে বছরে ৫ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার৷ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যে সব গোষ্ঠীগুলি ১ বছরের বেশি সময় ধরে সরকারের খাতায় রেজিস্টার্ড তাদেরকেই এই অনুদান দেওয়া হবে৷

অন্যদিকে, চলতি সপ্তাহেই পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে রাজ্য৷ নতুন চেয়ারম্যান হয়েছে দেবাশিস বসু৷ পিএসসি চেয়ারম্যানের নিযুক্তি সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করেছে অর্থ দপ্তর৷ পরিবহণ দপ্তরের ডাইরেক্টরের নির্দেশক আইএএস অফিসার দেবাশিসবাবু, দীপঙ্কর দাস গুপ্তের স্থলাভিষিক্ত হলেন৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের গত মে মাসে অবসর গ্রহণ করেন পিএসসির চেয়ারম্যান৷ তারপর এই পদটি শূন্য পড়েছিল৷ নতুন চেয়ারম্যান নিয়োগের পর এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিপুল সংখ্যাক শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা মু্খ্যমন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 8 =