কলকাতা: করোনা আবহে সরকারি কর্মচারীদের জন্য সুখবর৷ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর অ্যা়ড-হক বোনাস বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ নবান্নে মুখ্যমন্ত্রী জানান, অগ্রিম উৎসব ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে৷ অ্যাড-হক বোনাস বাড়ানো হয়েছে৷ সরকারি কর্মচারীদের বোনাস বাড়িয়ে ৪২০০টাকা করা হয়েছে৷ এর জন্য ৪০০ কোটি টাকা খরচ হবে৷ বোনাসের উধ্বসীমা ৩০ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ২৫০ টাকা করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বলে উপকৃত হবেন রাজ্যের ১০ লক্ষ মানুষ৷ টাকা না থাকা সত্ত্বেও রাজ্য সরকারের মানবিক মুখ বলে দাবি মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রী জানানক, সরকারের টাকা না থাকলেও আমরা এক তারিখে সরকারি কর্মচারীদের বেতন দিই৷ এখনও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সঠিক সময়ে হয়৷
পরিসংখ্যান বলছে, গতবছর ৪ হাজার টাকা বোনাস ঘোষণা করা হয়৷ গতবছর ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরা ৪ হাজার টাকা বোনাস পেয়েছিলেন৷ ২০১৮ সালে ৩৬০০ টাকা বেতন দেওয়া হয়েছিল৷ গতবছর ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন থাকা কর্মচারীরা ৮ হাজার টাকা অগ্রিম বেতন পেয়েছিলেন৷ এবার করোনা আবহে খুব একটা লাভবান হলেন না রাজ্যের সরকারি কর্মীদের একাংশ৷
মুখ্যমন্ত্রী জানান, লকডাউন ওঠার পর বাংলার বিভিন্ন জেলায় সমীক্ষা করা হবে৷ ৫০ হাজার একর জমিতে বাংলায় নতুন প্রকল্প তৈরি হবে বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্রামীণ এলাকায় ১০ লক্ষ বাড়ি তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, বীরভূম থেকে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে মাটি সৃষ্টি প্রকল্প হবে বলেও ঘোষণা করা হয়েছে৷
কেন্দ্রের আর্থিক প্যাকেজ একটি বিগ জিরো৷ করোনা মোকাবেলায় রাজ্যের বরাদ্দ কোথায়? মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রে প্যাকেজের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছিন, ‘‘কেন্দ্রের আর্থিক প্যাকেজ একটি বিগ জিরো৷ করোনা মোকাবেলায় রাজ্যের বরাদ্দ কোথায়? বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৯০ হাজার কোটি টাকা খরচ করা আগেই দিয়ে রেখেছে রাজ্য সরকার৷ প্যাকেজে নিয়ে গোটাটাই জিরো৷ কেন্দ্রের প্যাকেডে রাজ্য কিছু পাইনি৷ কেন্দ্রের প্যাকেজে আদতে অশ্বডিম্ব৷ রাজ্যের জন্য কিছুই দেয়া হয়নি৷ বিপদে পড়া মানুষকে দেখছে না কেন্দ্র৷ স্বাস্থ্য পরিষেবায় উন্নয়নের কোন পদক্ষেপ নেই৷ কর্মসংস্থানের কোন কথা বলা হয়নি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷